চিন্তন নিউজ:৩১শে আগস্ট,২০২০: কমলেন্দু রায়:- ১৯৫৯ সালে ৩১শে আগস্ট, একমুঠো ভাতের দাবিতে সেদিন নির্বিচারে লাঠি, কাদানিগ্যাস,গুলি করে নিরীহ মানুষগুলোকে হত্যা করা হয়েছিল। আর আজ মিষ্টি মিষ্টি কথা বলে, প্রতিশ্রুতির বন্যা বয়ে আত্মনির্ভর ভারতবর্ষের দোহাই দিয়ে গোটা দেশকে লুট করা হচ্ছে এবং দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী থেকে নেতা-মন্ত্রীরা দুষ্কর্ম করেও জেলে না গিয়ে নোংরা রাজনীতি করছে।
১৯৫৯ সালের ৩১ অগস্ট খাদ্য আন্দোলনের শহিদ দিবস। বাংলা অনেক দুর্ভিক্ষের মধ্যে দিয়ে গেছে। মহামারি সহ্য করেছে। কিন্তু করোনা সংক্রমণ মহামারির মতো পরিস্থিতি কখনো দেখেনি। কিন্তু এবিষয়ে সরকারের যে ভূমিকা থাকার কথা তা কোনোভাবেই পালন করা হচ্ছে না। সেজন্যই আজ গণআন্দোলনের তাৎপর্য আরও গুরুত্বপূর্ণ। আজ বালুরঘাট ব্লকের খরাইলে শহীদ দিবস পালন করা হয়।
সুশান্ত বিশ্বাস জানিয়েছেন:- আজ ৩১শে আগস্ট সিপিআই (এম) গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে। শেষে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করলেন জেলা কমিটির অন্যতম নেতৃত্ব কমরেড মানবেশ চৌধুরী। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস,এরিয়া কমিটির সম্পাদক কমরেড অচিন্ত্য চক্রবর্তী সহ জেলা ও এরিয়া কমিটির নেতৃত্ব।