কমলেন্দু রায়: চিন্তন নিউজ:১৭ই অক্টোবর২০২০:-দক্ষিণ দিনাজপুর জেলা ডি সি এ্যাটাচ পার্টি শাখার সদস্যদের নিয়ে বালুরঘাট, যামিনী মজুমদার ভবনে পাঠচক্র চলছে। বিষয়: ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা।
অপরদিকে সুশান্ত বিশ্বাস জানাচ্ছেন:– আজ ১৭ই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০১তম বর্ষপূর্তি উপলক্ষে সিপিআই(এম) গঙ্গারামপুর এরিয়া কমিটির অন্তর্গত ঠ্যাঙ্গাপাড়া পার্টি অফিসে পতাকা উত্তোলন ও পাঠচক্র সংগঠিত হলো। পতাকা উত্তোলন করলেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক কমরেড অচিন্ত্য চক্রবর্তী,পাঠ করলেন এরিয়া কমিটির সদস্য কমরেড সুশান্ত বিশ্বাস এবং সন্ধ্যায় আলোক উজ্জ্বল করা হলো পার্টি অফিস।
সুশান্ত বিশ্বাস আরও জানাচ্ছেন:- আজ দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ৩ নং এলাহাবাদ অঞ্চলের নান্দুরা ও বড়বন এলাকার ১০০ টি বেশি তপশিলী উপজাতির আদিবাসী সম্প্রদায়ের পরিবার তৃনমুল ও বিজেপি ছেড়ে শাখা সম্পাদক আবদুল লতিফের নেতৃত্বে C.P.I.M দলে যোগদান করলেন । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হরিরামপুর বিধানসভার বিধায়ক কমঃ রফিকুল ইসলাম।প্রাক্তন সভাধিপতি ও মহিলা নেত্রী কমঃ মাগদালিনা মুর্মু, এরিয়া সম্পাদক কমঃ মোসাদ্দেক হোসেন, অভিনন্দন ও লাল সেলাম
নবাগত কমরেডদের ।