কৃষ্ণা সাবুই: চিন্তন নিউজ, ২৬শে নভেম্বর – আজ ২৬ নভেম্বর’২৪ ১৩ দফা দাবির সমর্থনে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা রাজ্যের সাথে দক্ষিণ ২৪ পরগনা জেলার উদ্যোগে বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অনুষ্ঠিত হলো বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৬ ঘণ্টাব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি। অবস্থানে গোটা জেলার প্রায় ৩০০ অধিক কর্মচারী ও পেনশনার্স সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা ১২ ই জুলাই কমিটি, পঞ্চায়েত যৌথ কমিটি, এবিপিটিএ, এবিটিএ-র সদস্যরাও অবস্থানের উপস্থিত ছিলেন। অবস্থানে প্রস্তাব পেশ করেন সংগঠনের নেতৃত্ব কমঃ তনুজ তরুন দাম, প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক কমঃ রজত সাহা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কমঃ দেবব্রত রায় ও সংগঠনের এবং বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বে। অবস্থানে গণসঙ্গীত পরিবেশন করে গণনাট্য সংঘের শিল্পীরা ও জেলা কো-অর্ডিনেশন কমিটির সাংস্কৃতিক টিম। সভার শেষে পথনাটক পরিবেশন করেন গণনাট্য সংঘ।
অন্য দিকে আমাদের দুই প্রতিনিধি অভিজিত ব্যানার্জী ও সৌমিত্র মন্ডল এর প্রতিবেদন – আজ কাকদ্বীপ এ সংযুক্ত কিষান মোর্চা ও শ্রমিক সংগঠন গুলির ডাকে ১০ দফা দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
উপস্থিত আছেন সি.আই.টি.ইউ রাজ্য সভাপতি সুভাষ মুখার্জ্জী, সারা ভারত প্রাদেশিক কৃষক সভার রাজ্য সভাপতি বিপ্লব মজুমদার, সারা ভারত ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি তুষার ঘোষ।এছাড়া উপস্থিত ছিলেন রাম শঙ্কর হালদার সারা ভারত কৃষকসভার দঃ২৪ পরগণার জেলা সম্পাদক অলোক ভট্টাচার্য, উপস্থিত ছিলেন সি.আই.টি.ইউ দঃ২৪ পরগণার জেলা সম্পাদক ও সভাপতি দেবাশীষ দে ও দীপঙ্কর শীল সহ জেলা ও রাজ্যের নেতৃবৃন্দ।