চিন্তন নিউজ:২৯শে নভেম্বর:– সংবাদ দাতা দেবরাজ মন্ডল জানাচ্ছেন যে বিপুল উৎসাহের সঙ্গে গত ২৬শে নভেম্বর ও ২৭শে নভেম্বরে জেলার মগরাহাট সিপিআইএমএরিয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় । ২৬ তারিখে হটোর রেল স্টেশন সংলগ্ন ময়দানে প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয় , প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী! তিনি তাঁর ভাষণে দেশ তথা রাজ্যের যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে চলছে সেটা ব্যাখ্যা করেন , এছাড়া এরিয়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ! এই সমাবেশকে ঘিরে অঞ্চলের সাধারন মানুষের উৎসাহ ছিলো ভালোই. এর পরে এরিয়া কমিটির সম্মেলন শুরু হয় . এই সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতা রাম দাস, দীপক দাস ও মিন্টু সমারি . সম্মার্লনের শেষে মোট ১৫জনের কমিটি তৈরি হয় , শ্রী শুভেন্দু নস্করকে এরিয়া কমিটির সম্পাদক নিযুক্ত করা হয় ।
সুদীপ ঘোড়াই সোনারপুর উত্তর থেকে জানাচ্ছেন যে –গত ২৮শে সেপ্টেম্বর সিপিআইএম সোনারপুর উত্তর এরিয়া কমিটি র সম্মেলন অনুষ্ঠিত হয় কন্ডোর্প পুর, জোড়া বট তলায়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ , এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কোমল গাঙ্গুলি, অরিন্দম মুখার্জী এছাড়া ছিলেন জেলার সদস্য দীপঙ্কর শীল, মোনালিসা সিনহা, প্রবীর দাস, স্বপন ধর । সম্মেলন এর শেষে অপূর্ব কুমার মন্ডলকে সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয় !