জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিবেদন


চিন্তন নিউজ:১৩ই সেপ্টেম্বর:– সংবাদ দাতা ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন, যে, গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। সোনারপুর উত্তর এরিয়া কমিটির ডাকে গ্যাস সহ  নিত্য প্রয়োজনীয় জিনিসের  দাম বৃদ্ধির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের  আয়োজন  করা হয় , অঞ্চলের  মানুষকে নিয়ে.

অপর দিকে বারুইপুর থেকে অপর  এক প্রতিনিধি  সুচরিতা  বোস জানাচ্ছেন যে আজকে সারাভারত  গণতান্ত্রিক মহিলা  সমিতি বারুইপুর পশ্চিম  আঞ্চলিক  কমিটির  ডাকে গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভার  আয়োজন  করা  হয়  বারুইপুর অঞ্চলে। এই সভায়  উপস্থিত  ছিলেন  জেলার নেতৃত্ব ছাড়াও  অনেক সাধারন  মহিলা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।