চিন্তন নিউজ:১লা অক্টোবর:-চন্দনা বাগচী জানাচ্ছেন:- আজ বাটা -মহেশ তলা আঞ্চলিক কমিটির উদ্যোগে, উত্তর প্রদেশের হাথ রসে দলিত মহিলা মনীষা বাল্মীকি র উপর ঘটে যাওয়া নৃশংস, পাশবিক ঘটনার প্রতিবাদে, এবং তার সাথে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে, ঐ অঞ্চলে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়, এক পথ সভার মধ্যে দিয়ে!পথ সভায় বক্তা ছিলেন এইডওয়া র নেত্রী পারমিতা ঘোষ চৌধুরী, মল্লিকা ভট্টাচাৰ্য. এবং সভাপতি র আসনে ছিলেন শিল্পী চৌধুরী.
বিশ্বনাথ পাঁজা জানাচ্ছেন:- আজ সাতগাছিয়া বিধান সভার অন্তর্গত, সাতগাছিয়া লোকাল কমিটির চক মানিক অঞ্চলের রথতলা থেকে বাওনওয়ালা পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয় মনীষা বাল্মীকির উপর ঘটে যাওয়া নির্মম পরিণতির প্রতিবাদে। মিছিলের শেষে সাতগাছিয়া অঞ্চলে এক পথ সভার আয়োজন করা হয় এইডওয়া এর উদ্যোগে. সভাতে সাধারন মানুষ এর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো

দেবজিৎ মন্ডলের রিপোর্ট:- এসএফআই মগরাহাট পূর্ব অঞ্চল ইউনিট এর উদ্যোগে উত্তরপ্রদেশের ১৯ বছরের তরুণী মনীষাকে নৃশংস ভাবে ধর্ষণ ও হত্যা, পুলিশি অত্যাচারের প্রতিবাদে এবং কলকাতায় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার ওপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে ধিক্কার মিছিল। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা কমরেড চন্দন সাহা সহ অনান্য গণ আন্দোলনের নেতৃত্ব। বক্তব্য রাখেন কমরেড চন্দন সাহা।
