চিন্তন নিউজ:সংবাদদাতা কৃষ্ণা সাবুই: বারুইপুর: আজ (০২/০১/২৫) বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে বারুইপুর পদ্মপুকুরে সমিতি ভবনে রাজ্য সরকারী পেনশনার্স সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির আহ্বানে প্রবীণ কন্ঠের ৩০ বছর পূর্তির উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং “এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার” এই বিষয়ে আলোচনা সভায় আলোচক অধ্যাপক শ্যামল চক্রবর্তী আলোচনা করেন। শেষে কো – অর্ডিনেশন কমিটির দক্ষিণ ২৪ পরগনা জেলার আহ্বানে শতাধিক পেনশনার্স ও সরকারী কর্মচারীদের এক মিছিল বারুইপুর পদ্মপুকুর থেকে বারুইপুর ষ্টেশান পর্যন্ত স্লোগান মুখরিত এই মিছিল সম্পন্ন হয় এবং মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব সংবাদদাতা, সাতগাছিয়া:
মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলাদের নিরাপদে নেই। সাতগাছিয়ার বিদিরা গ্রামের ৭৫ বছর বয়সী নির্যাতীতার সাথে দেখা করতে চাইলেও বাঁধা সৃষ্টি করা হয়। সারা রাজ্য জুড়ে থ্রেট কালচারের আবহে এই এলাকাও বিচ্ছিন্ন নয়। তাই যখন আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ঐ গ্রামের নির্যাতীতার সঙ্গে দেখা করতে চাইলে নানা ভাবে বাঁধা সৃষ্টি করা হয়। কিন্তু শাসকদলের বাঁধা উপেক্ষা করেই সাতগাছিয়ার বিদিরা গ্রামে ৭৫ বছরের নির্যাতিতা বৃদ্ধার পাশে দাঁড়ালেন মহিলা নেত্রী কনীনিকা ঘোষ, মোনালিসা সিনহা সিপিআই(এম ) নেতা প্রতীকউর রহমান, প্রভাত চৌধুরী, প্রবীর দাস প্রমুখ।
পরে বিদিরা গ্রাম থেকে রানীয়া হাট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। তৃণমূলের বাঁধা উপেক্ষা করে ঐ গ্রাম এবং আসেপাশের গ্রামের বহু সাধারণ মানুষ ঐ প্রতিবাদ মিছিল ও সভায় সামিল হন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কনীনিকা ঘোষ, প্রভাত চৌধুরী, মোনালিসা সিনহা ও প্রবীর দাস। সভাপতিত্ব করেন প্রবীণ পার্টি নেতা আব্দুল রহমান খান।
সংবাদদাতা সুশান্ত ঘোষ, সোনারপুর:
ভারতের সংবিধান রচয়িতা আম্বেদকর সম্বন্ধে সংসদে যে অবমাননাকর উক্তি কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ প্রকাশ্যে সংসদের অভ্যন্তরে করেছেন তার প্রতিবাদে আজ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সোনারপুর মধ্য এরিয়া কমিটির পক্ষ থেকে ব্যাপক জমায়েতের মাধ্যমে প্রতিবাদ মিছিল ক্ষিরিশতলা মোড় থেকে সোনারপুর বাজার হয়ে গোড়খাড়া কুমোরপাড়া অটোস্ট্যান্ডে শেষ হয়।মিছিলে কেন্দ্রীয় মন্ত্রীকে আম্বেদকর সম্বন্ধে অবমাননাকর উক্তির জন্য ধিক্কার জানানো হয়।কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ ও জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে এই মিছিল ধ্বনিত হয়।মিছিলে নেতৃত্ব দেন সোনারপুর মধ্য এরিয়া কমিটির সম্পাদক উদয়ন সরকার সহ এরিয়া কমিটির নেতৃবৃন্দ।