জেলা

দঃ ২৪পরগনা জেলা সংবাদ


চিন্তন নিউজ:১৩/০৮/২০২৪:- -অভিজিত দাসগুপ্তর প্রতিবেদন – আরজি কর হাসপাতালে চিকিৎসক ও এমডি পাঠরতা দ্বিতীয় বর্ষের ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে, পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সিআইটিইউ সোনারপুর পশ্চিম, উত্তর ও পূর্ব ১ এরিয়া কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে মহামায়াতলা পেট্রোল পাম্প থেকে মিছিল করে নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন ও বিক্ষোভ জানান হয়।

চন্দনা বাগচীর প্রতিবেদন (বাটা মহেশ তলা )–
আর জি করে ডাক্তার ছাত্রীকে নৃশংস ভাবে খুন করার প্রতিবাদে মহেশতলা থানা অভিযান হলো আজ সিআইটিইউ সহ সমস্ত বামপন্থী গণসংগঠন সমুহের ডাকে।

সুশান্ত ঘোষের প্রতিবেদন (সোনারপুর )
আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক ধর্ষন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় সোনারপুর মধ্য ও সোনারপুর দক্ষিণ এরিয়া কো অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সোনারপুর খিরিশতোলা অফিস থেকে ব্যাপক জমায়েতের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল সোনারপুর থানার সামনে এসে শেষ হয়।এর পর সোনারপুর থানায় আইসির নিকট ডেপুটেশন দেন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। ডেপুটেশনে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সি আই টি ইউ সভাপতি দীপঙ্কর শীল,সি আই টি ইউ কাউন্সিল সদস্য উদয়ন সরকার, নারায়ন রায়,দেবাশীষ দাস। সোনারপুর থানার সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সন্দীপ দাশগুপ্ত, অমিত হালদার, ছাত্র নেতা সুমিত দলুই, সুশান্ত ঘোষ। সোনারপুর থানাতে লিখিত ডেপুটেশনের পর ডেপুটেশনে আলোচিত বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন উদয়ন সরকার। সোনারপুর থানার সামনে ব্যাপক সমাগম ছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।