চিন্তন নিউজ ৪/৮/২৪:– সুশান্ত ঘোষের প্রতিবেদন — আগামী ৯-১১ ই আগষ্ট সি আই টি ইউ- এর সর্ব ভারতীয় কাউন্সিল সভা ও ৯ ই আগষ্ট কোলকাতায় সমাবেশকে কেন্দ্র করে আজ সোনারপুর বাজারে সি আই টি ইউ সোনারপুর মধ্য এরিয়া কো অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অর্থ সংগ্রহ,প্রচার সংঘঠিত করে। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নারায়ণ রায় ,সুশান্ত ঘোষ, সুব্রত ঘোষ, শুভেন্দু নস্কর প্রমুখ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ।
অভিজিত দাসগুপ্ত র প্রতিবেদন — সিআইটিইউ সারা ভারত সাধারণ কাউন্সিল অধিবেশন সফল করতে ও হকার উচ্ছেদ, মূল্যবৃদ্ধি ও প্রিপেইড ডায়নামিক স্মার্ট মিটারের বিরুদ্ধে সোনারপুর পশ্চিম এরিয়া কো-অর্ডিনেশন কমিটির আহ্বানে একটি সুবিশাল মিছিল গড়িয়া হিন্দুস্থান মোড় থেকে লস্করপুর কালিবাজার হয়ে রক্ষিতের মোড়ে শেষ হয়।
অভিজিত ব্যানার্জীর প্রতিবেদন —
৯-১১ সি আই টি ইউ সর্ব ভারতীয় কাউন্সিল সভা কে কেন্দ্র করে দক্ষিণ যাদবপুর ২ এশিয়া সমন্বয়ের উদ্যোগে ১১৩ নং ওয়ার্ডের বাঁশদ্রোনী কালী বাড়িতে বসে আঁকো প্রতিযোগিতা চলছে।
আজ সকালে গড়িয়া বাজারে গনসংগ্রহ কর্মসূচি সর্বভারতীয় সাধারণ কাউন্সিল সভা কে সামনে রেখে মধ্য যাদবপুর এরিয়া ট্রেড ইউনিয়নের উদ্যোগে ( সি আই টি ইউ ) ।
আজ তিন দিন বাখরাহাট ঠাকুর পুকুর রুটে অবৈধ ভাবে অন্য রূটের গাড়ি এই রুটে প্রশাসন ও টিএমসি নেতৃত্বের মদতে চলাচলের বিরুদ্ধে রূট বন্ধ। নির্দিষ্ট রূটে গাড়ি চলাচলের হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা প্রশাসন ও টিএমসি নেতৃত্ব কোন সমাধান করছে না। ৯-১১ই আগষ্ট সি আই টি ইউ সর্বভারতীয় কাউন্সিল সভা কে সফল করতে দক্ষিণ যাদবপুর ২ সমন্বয় কমিটির উদ্যোগে ১১৪নং ওয়ার্ডের কেওড়াপুকুর ব্রিজে অর্থ সংগ্রহের করা হলো।
৯-১১ সি.আই.টি.ইউ -এর অল ইন্ডিয়া জেনারেল কাউন্সিলকে সামনে রেখে আজ বারুইপুর পশ্চিম কো-অর্ডিনেশন কমিটির ডাকে বারুইপুর কাছারীবাজার সংলগ্ন দোকান,পথচারী ও টোটো শ্রমিকদের কাছ থেকে কালেকশন করা হয়। এই কালেকশনে উপস্থিত ছিলেন সি.আই.টি.ইউ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমঃ অলোক নস্কর, কো-অর্ডিনেশন কমিটির কনভেনার ও সি.আই.টি.ইউ কাউন্সিল সদস্য কমঃ শুকদেব মন্ডল ও অন্যান্য সদস্যরা। এই কালেকশনকে সামনে রেখে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।