চিন্তন নিউজ: ২৬শে জুলাই:-সংবাদদাতা
বিভাস সাহার রিপোর্ট- আজকে সকাল ৯.৩০টায় সিপিআই (এম)ক্যানিং এরিয়া কমিটির ঘুটিয়ারী শরীফ রেলগেটের পাশে বাঁশড়া সি পি আই (এম) এর পক্ষ থেকে করোনা সচেতনতা প্রচার, মাস্ক বিতরন এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচার, সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন , আমরা আপনাদের সঙ্গে এবং সাথে সব সময়ের জন্য ছিলাম, আছি এবং থাকবো…
আবার সি.পি.আই(এম) ডায়মন্ডহারবার ২ এরিয়া কমিটির নুরপুর শাখায় আজ করোনা সচেতনতার অঙ্গ হিসাবে ৫২টি পরিবারকে মাস্ক ও সাবান তুলে দেওয়া হল।
ক্যানিং-এ এস এফ আই এর প্রতিবাদ কর্মসূচি ও পোস্টারিং কর্মসূচী পালন করা হলো ।
সিপিআই (এম) ক্যানিং এরিয়া কমিটির পিয়ালী শাখার-১ পক্ষ থেকে অপরিকল্পিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া সাধারন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই দিনের কর্মসূচতে ১৫০ জন মানুষের মধ্যে চাল, ডাল, আলু,সোযাবিন, কুমড়ো,নুন, পেঁয়াজ, সাবান বিতরণ করা হয় ।
সংবাদদাতা সন্ন্যাসী হালদারের রিপোর্ট — আজ ডায়মন্ড হারবার ২ নং এরিয়া কমিটির উদ্যোগে ব্লক এলাকায় সচেতনতার মাইক প্রচার, হ্যান্ডবিল বিলি ও মাক্স বিলি সকাল থেকে চলছে।
ডাঃহারবার ২ নং এরিয়া কমিটির নুরপুর শাখায় সচেতনতা প্রচারে বাড়ি বাড়ি গিয়ে মাক্স ও সাবান বিলি চলছে।