জেলা

দক্ষিণ ২৪ পরগনা জেলা নিউজ


চিন্তন নিউজ:১৯শে সেপ্টেম্বর:- সোনারপুর উত্তর রিপোর্টার- ডালিয়া চ্যাটার্জী:-গতকাল অর্থাৎ ১৮ সেপ্টেম্বর সিপিআই(এম)সোনারপুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে গড়িয়া স্টেশন সংলগ্ন অঞ্চলে কেন্দ্রীয় মিছিল সংগঠিত হয়। সিপিআই(এম)রাজ্য কমিটি দেশের সংবিধান এর উপর যে ভয়ানক আক্রমণ আরএসএস ও তার পরিচালিত ফ্যাসিস্ট সরকার নামিয়ে এনেছে প্রতিবাদে রাজ্য পার্টি প্রতিবাদ মিছিল – সভা সংগঠিত করার আহ্বান করে l এদিন গাড়িয়া অঞ্চলে প্রায় শতাধিক পার্টি কর্মী ও সমর্থক জমাযেত হয়ে দিল্লির সাম্প্রায়িক হিংসা মামলায় যে সকল বিশিষ্ট সমাজকর্মী, বুদ্ধিজীবি ও সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিরুদ্ধে যে ষড়যন্ত্র মূলক অভিযোগ এনেছে তার প্রতিবাদে স্লোগানে ও বক্তব্য মাধ্যমে মিছিল সংগঠিত করা হয় l স্থানীয় এলাকার বেহাল রাস্তা অবস্থার জন্য রাজ্য সরকারের ভূমিকয় প্রতিবাদ জানানো হয়

মগরাহাট, রিপোর্টার,- দেবরাজ মন্ডল:-আজ সিপিআই(এম)মগরাহাট অঞ্চলের ধামুয়া শাখা কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় l একদিকে যেমন এলাকায় আমফান ঝড়ের জন্য ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে কিন্তু প্রশাসনের সার্বিক অব্যবস্থা ও ক্ষতিপূরণ নিয়ে শাসক দলের দুনীতি ও এই অতিমারীর সময় যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে সাঁড়াশি চাপে ফেলেছে কোনো সন্দেহে নেই l এই পরিস্থিতিতে পার্টির পক্ষ থেকে দাবি করা সকল আয়কর বহির্বূত মানুষকে পরিবার পিছু মাসে ৭৫০0 টাকা ভাতা দিতে হবে। মিছিল সেই দাবিও তোলা হয়। মিছিল এলাকায় বিভিন্ন জায়গায় ঘোরে । মানুষ ভালো সংখ্যায় উপস্থিত ছিলেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।