রাজ্য

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিউজ


শ্যামল চক্রবর্তী:চিন্তন নিউজ:৩১শে আগস্ট,২০২০:- আজ ৩১শে আগস্ট ২০২০ , খাদ্য
আন্দোলনের ঐতিহাসিক শহীদ দিবস, ভারতবর্ষের গনআন্দোলনের ইতিহাসের রক্তে লেখা একটি স্মরণীয় দিন। ১৯৫৯ সালের আজকের দিনে দু’মুঠো ভাতের দাবীতে ধর্মতলার শহীদ মিনারে কয়েক লক্ষ মানুষ সমবেত হয়েছিল। গ্রাম,শহর থেকে আসা কৃষক , শ্রমিক, ছাত্র-যুব, মহিলাদের শান্তিপূর্ণ মিছিলকে ছত্রভঙ্গ করতে তৎকালিন মুখ্যমন্ত্রী ড: বিধান রায়ের নির্দেশে সশস্ত্র পুলিশ নিরীহ গরিব মানুষের উপর নামিয়ে আনে নৃশংস আক্রমণ।
গ্রাম থেকে আসা ৮০জন গরিব ক্ষুধার্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলে বিধান রায়ের পুলিশ। আহত হয়েছিলেন ৪০০০ মানুষ। আজ এমনি এক দিনে সি,পি,আই, (এম) সোনারপুর উওর এরিয়া কমিটির উদ্যোগে এই
বিপ্লবী বীর শহীদের উদ্দেশ্যে প্রতিটি পার্টি শাখা এলাকায় একাধিক স্থানে শহীদ বেদীতে মাল্যদান, পতাকা উত্তোলন, ১মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় গনআন্দোলনের অমর শহীদদের।সমগ্র এরিয়া কমিটির বামপন্থী কর্মী সমর্থকরা গনতন্তের অধিকার রক্ষার জন্য যাঁরা প্রান দিয়ে শহীদ হয়েছেন তাঁদের স্মরণ করে শপথ নিয়েছেন শহীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার। সারা এরিয়া কমিটির সমগ্র কর্মসূচী পরিচালনা ও নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক কম:অপূর্ব কুমার মন্ডল। ।

জেলা- দক্ষিণ 24 পরগনা l বারুইপুর l রিপোর্টার- শ্যামলিমা মিত্র l সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এই অতিমারীর সময় বিগত দিনগুলির ন্যায় আজ বারুইপুর পূর্ব এরিয়া কমিটির সদস্য রা এলাকার বিভন্ন স্থানে sanitized করা হইলো মহিলা সমিতির নেতৃস্থানীয় উপস্থিতিতে এলাকায় সেনিটারি স্প্রে করা হয় l এলাকায় জনসচেতনা কর্মসূচি গ্রহণ করা হয় l

জেলা- দক্ষিণ ২৪ পরগনা l বারুইপুর l রিপোর্টার – ডালিয়া চ্যাটার্জী l আজ ৩১শে আগস্ট শহীদ দিবস , ১৯৫৯ সালে খাদ্যের দাবীতে অসংখ্য বুভুক্ষু মানুষের মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিলেন ড.বিধান চন্দ্র রায়ের সরকার, প্রায় ৮০ জন ক্ষুধার্থ মানুষ শহীদ হয়েছিলেন , সেই দিনটি শুধু আমাদের রাজ্য নয় গোটা দেশে পালিত হয় শহীদের স্মরণ , শ্রীখণ্ডা নবগ্রাম শাখা ও এই কর্মসূচি পালন করেন রক্ত পতাকা উত্তলন শহীদ বেদীতে মাল্য দানের মধ্য দিয়ে , উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য কম: বিশ্বজিৎ মন্ডল , শাখা সম্পাদক ,কম:সমীর কুমার হালদার , সমস্ত গণসংগঠনের নেতৃত্ব ও শাখা সদস্যরা ও এলাকার গণতান্ত্রিক আন্দোলনে কর্মী বৃন্দ ।

জেলা- দক্ষিণ ২৪ পরগনা l মহেশতলা l রিপোর্টার- চন্দনা বাগচী l আজ ৩১ আগস্ট খাদ্য আন্দোলন এর শহীদের স্মৃতির উদ্দেশে CPIM বাটা মহেশতলা এরিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন স্থানে শহীদ দিবস পালন করা হয় l

জেলা- দক্ষিণ ২৪ পরগনা l ক্যানিং l রিপোর্টার – বিভাষ সাহা l আজ ৩১ আগস্ট খাদ্য আন্দোলনের শহীদের স্মৃতি উদ্দেশ্য CPIM বাঁশড়া এরিয়া কমিটির ঘুটিয়ারি শরীফ এ শহীদ দিবস পালন করা হয় l কর্মসূচিতে রক্ত পতাকা উত্তোলন ও মাল্যদান করেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও এরিয়া কমিটির সম্পাদক কমরেড তাপস অধিকারী ।

জেলা- দক্ষিণ ২৪ পরগনা l ক্যানিং l রিপোর্টার – বিভাষ সাহা l সিপিআই(এম) ক্যানিং এরিয়া কমিটির উদ্যোগে বাঁশড়া অঞ্চলের পিয়ালী-1 শাখার পার্টি অফিসে ঐতিহাসিক 31আগস্ট স্মরণে শহিদ দিবস পালন করা হলো। কর্মসূচিতে রক্ত পতাকা উত্তোলন ও মাল্যদান করেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও এরিয়া কমিটির সম্পাদক কমরেড তাপস অধিকারী । উপস্থিত ছিলেন শাখা কমিটির সম্পাদক কমরেড সুধাংশু বসু সহ অন্যান্য কমরেডরা।

জেলা – দক্ষিণ ২৪ পরগনা l ডায়মন্ড হারবার l রিপোর্টার – সন্যাসী হালদার l আজ ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শাহিদের স্মৃতির উদ্দেশে CPIM ডায়মন্ড হারবার ২ নাম্বার এরিয়া কমিটির ১৪ টি শাখার ২৪টি স্থানে শহীদ দিবস পালন করা হয় l শহীদ বেদিতে মাল্য দান ও তৎকালীন আন্দোলন সংগ্রামের ইতিহাস এর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃত্বে l

জেলা- দক্ষিণ ২৪ পরগনা l জয়নগর l রিপোর্টার – রমা চক্রবর্তী l আজ ৩১ খাদ্য আন্দোলন এর শাহিদের স্মৃতির উদ্দেশ্য জয়নগর ২ নম্বর এরিয়া কমিটির অন্তর্গত রাধাবল্লভ পুর , ঘটী হারানিয়া এবং জয়নগর শহর এই তিন জায়গাতে খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালন করা হয় ।

স্মরণে একত্রিশের খাদ্য আমদোলন –
প্রতিবেদক দেবু রায় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, অঞ্চল পূর্ব যাদবপুর:-Cpim পূর্ব যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে এলাকার প্রতিটি শাখায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় 1959সালে 31সে অগাস্ট এ খাদ্য আমদলনের শহীদ দের. মূল কর্মসূচি হয়, পার্টি অফিসে, প্রথমে রক্ত পতাকা উত্তোলন এবং তার পর শহীদ বেদী তে মাল্য দান করা হয়!
এছাড়া গত 30 সে অগাস্ট, sfi/dyfi/aidwa এর উদ্যোগে পূর্ব যাদবপুর এরিয়া কমিটি র অধীনস্ত কালিকা পূর ইউনিট এর পক্ষ থেকে এলাকার মানুষকে মাস্ক, senitizer বিতরন করা হয়!এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুজন চক্রবর্তী !

জেলা – দক্ষিণ ২৪ পরগনা l বজ- বজ l রিপোর্টার – এজাজুল হক l আজ ৩১ আগস্ট ২০২০ তে CPIM বাওয়ালি- বিড়লাপুর এরিয়া কমিটির আহ্বানে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় l ১৯৫৯ সালের ৩১ আগস্ট বাংলার বুবুক্ষ মানুষ যখন খাদ্যের দাবিতে কৃষক সভা নেতৃত্বে আন্দোলন করেছিলেন, সেই সময় বিধান রায়ের কংগ্রেসী সরকার নির্মম ভাবে আক্রমণ করে ৮০ জন মানুষের প্রাণ নেয় l তারপর থেকে বামপন্থী দলগুলি ও গণসংগঠন গুলি শাহিদ দের স্মৃতির উদ্দেশ্য শাহিদ দিবস পালন করে আসছেl 31শে আগষ্ট খাদ্য আন্দোলনে শহীদের উদ্দেশ্যে বিড়লাপুর বাওয়ালী এরিয়া কমিটির অন্তর্গত ক্যালসিয়াম মোড় ও তিন ফটক পাটি অফিসে পতাকা উত্তোলন করা হয়।

জেলা- দক্ষিণ ২৪ পরগনা l বারুইপুর l রিপোর্টার- সুচরিতা বসু l ১৯৫৯ সালে ৩১ শে আগষ্ট কৃষক সভার ডাকে খাদ‍্যের দাবিতে আন্দোলন রত মিছিলে তত কালিন সরকারের মদতপুষ্ট পুলিশের আক্রমণে ৮০ জনের রক্তে রাঙা হয়ে যাওয়া শহীদের স্মরণ করে বারুইপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রে ৩৬ টি শাখার ৩৩ টি স্থানে রক্ত পতাকা উত্তলন, শহীদ বেদিতে মাল‍্যদান, এবং সেই সময়ের পরিস্থিতির সাথেসাথে বতর্মান পরিস্থিতির যে খাদ্য সঙ্কট চলছে তা আলোচনা করা হয়


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।