চিন্তন নিউজ:১৭ জুলাই,২০২২:– সংবাদ দাতা দেবু রায় যাদবপুর থেকে জানিয়ে ছেন : – গত ১৬//৭ সিপিআই(এম) পূর্ব যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে মুকুন্দপুর ( 109নং ওয়ার্ডে )দীনেশ মজুমদার ভবনে শুরু হলো নেতাজি সুভাষ চন্দ্র বসু বিকল্প পাঠশালা এই উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ (বোস )এর ছিলো ছাত্র -ছাত্রী, ও তাঁদের অভিবাবক এবং যারা পাঠ দান করবেন অর্থাৎ শিক্ষক /শিক্ষিকা বৃন্দ।
আবার আজকে ১৭//৭ তারিখে সন্তোষপুর মডার্ন পার্কে ১০৩ নং ওয়ার্ডে দ্বিতীয় পাঠশালার উদ্বোধন করা হয় । বিশেষ অতিথির পদ অলঙ্কন করেন রাজ্য সভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচাৰ্য, অধ্যাপক পার্থ প্রতিম বিস্বাস, ১০৩ নং ওয়ার্ডের পৌরমাতা নন্দিতা রায়, সিপিআই(এম) জেলার সম্পাদক মন্ডলীর সদস্য রাহুল বোস, প্রত্যেকে তাঁদের ভাষণে এই ধরণের পাঠশালার গুরুত্ব ব্যাখ্যা করেন উপস্থিত ছাত্র -ছাত্রী ও তাঁদের অভিবাবক দের কাছে , বিশেষ অতিথিদের ভাষণের আগে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ পরিচিত হন পাঠশালায় আগত ছাত্রছাত্রী দের সাথে ।
এই পাঠ শালা নিয়ে অঞ্চলের মানুষের কাছে উৎসাহ এবং আগ্রহ লক্ষ করা যায়।
অপর দিকে বারুইপুর থেকে সংবাদ দাতা অভিজিত ব্যানার্জী : আজকে বারুইপুর জেলা পার্টি অফিসে এক সাধারণ সভার আয়োজন করা হয় , এই খানে বক্তা হিসাবে আসেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী, ওনাকে চিন্তনের সোশ্যাল মিডিয়ার প্রথম সংকলন বাতিঘর, উপহার দেওয়া হয় ।