দেবু রায় চিন্তন নিউজ ২২/৫/২৩.:–
বিপুল উৎসাহে চলেছে গণ স্বাক্ষর অভিযান।
আজ পূর্ব যাদবপুর এরিয়া কমিটির অন্তর্গত দুটি অঞ্চলে একটি বিবেক নগর পূর্ব শাখা অন্যটি গড়ফা পশ্চিম শাখায়। যদিও পূর্ব যাদবপুর এরিয়া কমিটির অন্তর্গত আরও অনেক শাখায় চলছে মাসক্যাম্পেইন দুর্নীতির বিরুদ্ধে, তার সঙ্গে চলছে গণ স্বাক্ষর অভিযান মানুষ কিন্তু উৎসাহের সাথে এই স্বাক্ষর অভিযানে সই দিচ্ছেন। তাঁদের ক্ষোভ উজাড় করে দিচ্ছেন বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে।
অভিজিৎ দাশগুপ্ত: নামখানা: ২২ মে ২০২৩: আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের নামখানা ব্লকের দেববনগরে নির্মাণ কর্মীসহ নির্মাণ কল্যাণ পর্ষদ তহবিলের পেনশন প্রাপকদের নিয়ে প্রয়াত জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ রায় ও চিত্তরঞ্জন প্রধানের স্মরণে ও পেনশন প্রাপকদের নানা সমস্যা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্মৃতিচারণা করে বলেন সংগঠনের জেলা সভাপতি সুশীল কুমার দলুই। বক্তব্য রাখেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক আলোক নস্কর, নামখানা এরিয়া কমিটির সম্পাদক সজল কুমার ঘরুই। নির্মাণ কর্মীদের পক্ষ থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের সম্পাদকমণ্ডলীর সদস্য দিলীপ মান্না ও পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন নেতা বলাইলাল বাগ। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের সম্পাদকমণ্ডলীর সদস্য ননীগোপাল মাইতি, অভিজিৎ দাশগুপ্ত, জেলা কমিটির সদস্য বনকুমার মাইতি, শাখা সম্পাদক ও এরিয়া কমিটির সদস্য স্বপন কুমার মাইতি প্রমুখ। সভায় পেনশন প্রাপকরা তাদের সমস্যার কথা বলেন। ব্লকের শ্রম দপ্তরে দালাল চক্র নানা ভাবে হয়রানি করে ও টাকা ছাড়া কাজ হচ্ছে না। আধিকারিকরা ঘুরিয়ে দেয়। এর প্রতিবাদে মহাকুমা ও জেলা শ্রম আধিকারিক অফিসে বিক্ষোভ প্রদর্শন এর কথা আলোচনা হয়।