জেলা

দক্ষিণ চব্বিশ পরগণা জেলা নিউজ


দেবু রায়: চিন্তন নিউজ:- ১৪/০৮/২০২২- আজকে সিআইটিইউ, পূর্ব যাদবপুর এরিয়া ট্রেড কোঅর্ডিনেশন কমিটির দ্বিতীয় কনভেনশন অনুষ্ঠিত হলো কমঃ যদুনন্দন দাস মঞ্চ, কমঃ শ‍্যামল চক্রবর্তী নগরে (গড়ফা)। সংগঠনের পতাকা উত্তোলন করেন কমঃ বাবু গুপ্ত। কনভেনশন উদ্বোধন করেন সিআইটিইউ, দঃ ২৪ পরগনা জেলা সম্পাদক কমঃ দেবাশীষ দে। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সভাপতি কমঃ দীপঙ্কর শীল। কনভেনশনে রিপোর্ট পেশ করেন আহ্বায়ক কমঃ ছোটন পাল। কনভেনশনে আগত ৯৩ জন প্রতিনিধির মধ্যে ৯ জন শ্রমিক প্রতিনিধি আলোচনা করেছেন। কনভেনশনের কাজ পরিচালনা করেন কমঃ বাবু গুপ্ত, কমঃ ভোলানাথ কর ও কমঃ নীলকন্ঠ সাহাকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী। কনভেনশনের মধ‍্য দিয়ে ২১ জন সদস্য এবং ৬ জন আমন্ত্রিত সদস্য নিয়ে নতুন কোঅর্ডিনেশন কমিটি তৈরী হয়েছে।

অভিজিৎ ব্যানার্জি:– স্বাধীনতা ৭৫ বছর উপলক্ষে ছাত্র যুব উৎসব, পরিচালনায় : DYFI, SFI বারুইপুর শহর ইউনিট কমিটি -২। স্বেচ্ছায় রক্তদান, চক্ষুদান এবং দেহদানের কর্মসূচী আজ সফলতার সাথে সম্পূর্ণ হলো।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।