জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্বাচনী সংবাদ


চিন্তন নিউজ:১৭ই মার্চ:- সংবাদদাতা বিভাস বিভাস সাহা জানাচ্ছেন যে আজ ক্যানিং পূর্ব বিধানসভায় জোটের প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করা হয় , কিন্তু জনসভাটি পরিণত হয় জনপ্লাবনে, পীরজাদা আব্বাস সিদ্ধিকি ছিলেন ,

অপর এক প্রতিনিধি সুচরিতা বোস জানাচ্ছেন যে আজ বারুইপুর পূর্ব এবং পশ্চিম বিধান সভা কেন্দ্রের জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী স্বপন লস্কর এবং লয়েক আলী তাঁদের নামঙ্কন পত্র দাখিল করেন .

মগরাহাট থেকে দেবরাজ মন্ডল জানাচ্ছেন যে এক বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে মগরাহাট পূর্ব এবং ডায়মন্ড হারবার এই দুই বিধান সভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী চন্দন সাহা ও প্রতি উর রহমান তাঁদের নামাঙ্কন পত্র দাখিল করেন . এই উপলক্ষে এক বর্ণাঢ্য সভা যাত্রার ও আয়োজন করা হয় .


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।