কলমের খোঁচা

শিশু দিবসে সামাজিক মাধ্যেমের চিত্র ও বামপন্থী চিন্তাধারা


গৌতম প্রামানিক:নিজস্ব প্রতিবেদন: চিন্তন নিউজ:১৪ই নভেম্বর:- আজকে শিশু দিবস- সমাজ মাধ্যমে ৯৯% ছবি পোস্ট করছেন নিজের ঘরের শিশুদের নিয়ে, তার মধ্যে কেউ কেউ অনেক শিশুদের মধ্যে নিজের শিশু সন্তানকে নিয়ে, আবার স্কুল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে। কিন্তু, আমরা সবসময়ই বলছি অন লাইন (On Line) পড়াশোনা সামগ্রিক সমাজের জন্য নয়। কারণ, সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই ব্যাবস্থা আজও গ্ৰহনযোগ্য হয়ে ওঠেনি, কারণ, পরিকাঠামোগত কোনো সুযোগ নেই এবং এই যে মোবাইলে ঐ ব্যবস্থা আছে, সেই মোবাইল কেনার সামর্থ্য নেই অধিকাংশ পরিবারের মধ্যে! খুব স্বাভাবিক ভাবেই যে পরিবারের আর্থিক সামর্থ্য নেই সেই পরিবারের অত্যন্ত স্নেহের শিশু সন্তানদের ছবিও আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। অর্থাৎ দেশবাসীর অধিকাংশ পরিবার এই শিশুদের দিনটাকে উদযাপন করা থেকে বঞ্চিত হলো। এটাই ভারতবর্ষের বাস্তব অবস্থা! আমি সেই সমস্ত পরিবারের শিশুদের আমার অকুণ্ঠ স্নেহ ও ভালোবাসা জানাই।

বর্তমানে এই করোনা ভাইরাস হেতু ভীষণ ভাবে উপেক্ষিত দেশের অধিকাংশ গরীব, খেটে খাওয়া পরিবার, লক ডাউন হেতু বেসরকারি সংস্থা গুলো কর্মচারী ছাঁটাই, শ্রমিকদের বেশিরভাগ আজও কাজে যুক্ত হতে পারেনি, ফলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জায়গায়, আর নিম্ন মধ্যবিত্তের গরীব পর্যায়ে এসেছে। সুতরাং গরীব না খেতে পাওয়ার সংখ্যা বিশালাকারের রুপ ধারণ করেছে!! দায়িত্বহীন রাজ্য ও দেশের সরকার, তাদের কোনো মাথা ব্যাথা নেই পরিবার গুলোর প্রতি।

আজ শিশু দিবসে ঐ সব পরিবারেরশিশুদের জন্য কোনো পরিকল্পনা রাজ্য ও দেশের সরকার ঘোষণা করলোনা। এই সকল পরিবারের শিশুরা কেমন আছে, কিভাবে সেই পরিবার গুলো আজকের দিনটাকে উদযাপন করছে আমরা জানতেও পারলামনা। কারণ–এ সমাজে কোনো মাধ্যমের মাধ্যমে তাদের জানানোর সুযোগ থেকে মূলত আর্থিক কারনে তাদের শিশুদের পুষ্টি, সাস্থ্য, পোষাক খাদ্য, শিক্ষার অবস্থা কি জানানোর থেকে বঞ্চিত হলো। দুর্ভাগ্য জনক!

তবুও বলছি দেশ সহ সমগ্ৰ বিশ্বের শিশু সমাজ সমান অধিকারে মানুষ হোক। সাম্রাজ্যবাদের বৈষম্য আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে বর্তমান শিশুরাই আমাদের কান্ডারি। সাম্রাজ্যবাদীদের আগ্ৰসনে গণতন্ত্রের যে পতাকা ধুলায়ে লুন্ঠিত, সেটাকে তুলে ধরবে বর্তমান শিশু সমাজ। এদের তৈরি করার জন্য পথ দেখাতে হবে আমাদের, কারণ বর্তমানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম, লড়াই গড়ে তুলতে হবে আমাদেরই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।