সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১১/১০/২০২২:– মাত্র কয়েকটা দিন আগের ঘটনার স্মৃতি উস্কে দিলো কলকাতা পৌরসভার অধীনে থাকা নিমতলা শ্মশান ঘাট । দশমীর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ির মাল নদীতে আচমকা হড়পা বানে তলিয়ে যান বহু মানুষ । শিশুসহ বেশ কয়েকজনের সলিল সমাধি ঘটে । সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সোমবার রাতে কলকাতায়। এদিন রাতে বেলেঘাটা থেকে একদল শ্মশান যাত্রী নিমতলা ঘাটে যান মৃতদেহ সৎকার করতে । সৎকার করার পর তাঁরা ঘাট লাগোয়া গঙ্গায় নামেন । সেই সময় আচমকা বান আসে গঙ্গায় । কয়েকজন ঘাটে উঠে পড়লেও ছয়জন ব্যক্তি উঠতে পারেন নি।
এই ছয় জনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকী তিনজন বানের তোড়ে তলিয়ে যান। ঘাটে পুলিশের অপ্রতুলতা ছিল বলেই সংবাদ সুত্রে জানা গেছে । সারারাত সাধারণ মানুষ গঙ্গায় খোঁজাখুঁজি করলেও এ তিনজন কে পাওয়া যায় নি । এখন বিপর্যয় কমিটি উদ্ধার কাজে নেমেছে । মাল নদীতে দূর্ঘটনা নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে তখন কলকাতা নিমতলা ঘাটের এই ঘটনা আতঙ্ক সৃষ্টি করছে জনমানষে।