সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৩০শে জানুয়ারি:– ডেঙ্গু মোকাবিলাতে নজির স্থাপন করল শিলিগুড়ি কর্পোরেশন।। সারা রাজ্য যখন ডেঙ্গু আতঙ্কে কাঁপছে তখন বামফ্রন্ট পরিচালিত শিলিগুড়ি কর্পোরেশন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।। বিগত কয়েক বছর ধরে ডেঙ্গু কলকাতাতে মারাত্মক আকার ধারণ করেছে।।বহু মানুষ বাচ্চা থেকে বয়স্ক প্রায় সকলেই আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে।। আর সেখানে দাঁড়িয়ে শিলিগুড়ি কর্পোরেশনের তৎপরতাতে ওই অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ কমেছে।।
শিলিগুড়িতে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করতে পারে নি কারণ মানুষ এর মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পেরেছে কর্পোরেশন।।। কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীরা প্রতি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করেছেন আর তার সাথে লার্ভার উৎসস্থল দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।। দায়িত্ব প্রাপ্ত কর্মী রা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ডেঙ্গু মোকাবিলা তে।। প্রতিটি বাড়িতে একাধিকবার যোগাযোগ করছেন এবং মানুষের অসুস্থতার খবরাখবর করছেন।। এলাকায় এলাকায় লার্ভা মারার কীটনাশক ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে।। ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতা মুলক প্রচার করা হচ্ছে।।এর জন্য ভিজিটিং টিম ও টাক্সফোর্স তৈরি করা হয়েছে।।
শুধু এই নয় __মেয়র অশোক ভট্টাচার্য নিজে জ্বর নিয়েও জ্বরে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং জেনেছেন তাদের সুবিধা অসুবিধার কথা।।আর সেইমতো ব্যবস্থা গ্রহন করেছেন।।চিকিৎসকদের সঙ্গে গুরুত্ব দিয়ে কথা বলা হয় কর্পোরেশনের পক্ষ থেকে।।এত সচেতনতা স্বত্ত্বেও ডেঙ্গুতে ভুগছেন এমন দু’একজন । খবর মিলেছে আর তাদের যথাযথ চিকিৎসা করে এবং সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।।
শাসকদল পরিচালিত পৌরসভা গুলোর ব্যর্থতার জন্য ডেঙ্গুতে মানুষের মৃত্যু ঘটেছে তখন একমাত্র শিলিগুড়ি কর্পোরেশন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।। লার্ভার উৎসস্থল নির্মূল করতে মশা মারার তেল,চুন, ব্লিচিং পাউডার লাগাতার ভাবে দেওয়া হয়েছে আর এখনও হচ্ছে।। ডেঙ্গু নিয়ন্ত্রণে তবু তৃনমুল সারা শহরজুড়ে অপপ্রচার চালাচ্ছে।। কমরেড অশোক ভট্টাচার্য জানান শুধুমাত্র শিলিগুড়িতেই নয় সারা রাজ্য জুড়ে চলছে ডেঙ্গুর প্রকোপ । আর এর দায় সম্পূর্ণ ভাবে স্বাস্থ্য দপ্তরের।। কলকাতার মেয়র কেই নিতে হবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর দায়।। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেই ডেঙ্গু পরিস্থিতির জটিলতা নিয়ে মানুষের কাছে জবাব দিতে হবে।।
শিলিগুড়ি শহরটি যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দিকেই সবথেকে বেশী নজর রাখছে শিলিগুড়ি কর্পোরেশন।। এবিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে আর অংশগ্রহণ কে সুনিশ্চিত করতে ওয়ার্ড কমিটির সভা করা হচ্ছে।। ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে শহরের এলাকায় এলাকায় ফ্লেক্স টাঙানো হয়েছে।। স্কুলের বাচ্চা ওছাত্রছাত্রী দের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পদযাত্রা করা হচ্ছে।। শহরের স্কুল, বাজার,ড্রেন সহ খালি পড়ে থাকা জায়গাগুলো পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি কর্পোরেশন।। যেখানে সেখানে জন্জাল এর স্তূপ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।। কোন ব্যক্তি পরিষ্কার করার পর জায়গা নোংরা করছে চিন্তিত করা গেলে তাকে ১ লক্ষ টাকা অবধি জরিমানা করা হচ্ছে।। ডেঙ্গু রুখতে এটাই কর্পোরেশনের বিশেষ উদ্যোগ।।
