নিউজ ডেস্ক:- চিন্তন নিউজ:-১৫ই সেপ্টেম্বর,২০২০:-পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত না করে কোনো রকম পরীক্ষা নেওয়া যাবে না, বিকল্প মূল্যায়ন পদ্ধতি চাই,ছাত্রদের স্বাস্থ্য বীমা করাতে হবে প্রভৃতি দাবী নিয়ে এস এফ আই মধ্যমগ্রাম লোকাল কমিটির ডাকে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে মধ্যমগ্রাম সোদপুর রোড হয়ে মধ্যমগ্রাম স্টেশন এর সামনে শেষ হয় । এই মিছিল থেকে সরকারের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার নামে প্রহসন করার প্রতিবাদও জানানো হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন এস এফ আই উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সৌভিক ভট্টাচার্য।এই সভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য কমরেড দেবজ্যোতি চক্রবর্তী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিট সম্পাদক কমরেড দেবনীল পাল ,ডিওয়াইএফ আই জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অর্জুন নন্দী, এছাড়াও বক্তব্য রাখেন সম্পাদক সৌভিক ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন ছাত্রনেতা কমরেড সুমিত ধর বিশাল দাশ অভি চৌধুরী সুমন দত্ত প্রমুখ।
Related Articles
পূর্ব বর্ধমান জেলার খবর
চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৩ জুলাই, ২০২২ – মেমারী- ২ এলাকার অন্তর্গত বিজুর-১ গ্রাম পঞ্চায়েতে সি.পি.আই(এম) পক্ষ থেকে ১০০ দিনের কাজ চালু করতে হবে, বকেয়া মজুরি দিতে হবে, সকল জব কার্ড প্রাপকদের কাজ দিতে হবে, আবাস যোজনার প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা এবং সঠিক পদ্ধতিতে ঘর দেওয়া সহ বিভিন্ন দাবীতে প্রধানকে ডেপুটেশন দেওয়া হয় ও […]
ইমাম ভাতার পর এবার রাজ্যে পুরোহিত ভাতা চালু হচ্ছে।
চৈতালী নন্দী:চিন্তন নিউজ:১২ই আগস্ট:—মুসলিম তোষনের পর এবার হিন্দু দের খুশি করার চেষ্টায় পুরোহিত ভাতার আশ্বাস।।অভিনন্দন বিশ্ব হিন্দু পরিষদের।। ইমাম মোয়াজ্জেমদের ভাতা দেবার পর থেকে হিন্দু পুরোহিতের ভাতার দাবি ছিল দীর্ঘদিন ধরেই।গত ৮ই আগস্ট ব্রাক্ষণ ট্রাস্টের সভা ছিল গত শুক্রবার রানী রাসমনি রোডে পুরোহিত ভাতার দাবীতে।সেখানে এসে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরোহিত ভাতার আশ্বাস দিয়ে গেলেন রাজ্যের অনগ্রসর […]
নৈহাটিতে বাজি কারখানায় বড়সড় বিস্ফোরণ কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা ::–
রত্না দাস: চিন্তন নিউজ: ৪ঠা জানুয়ারি:–নৈহাটির দেবক মধ্যপাড়ায় বেআইনি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশেপাশের বাড়ি ঘর। শুক্রবার দুপুর পৌনে বারোটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে ।এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে আশেপাশের বাড়ি ঘর ও বিস্ফোরণের জেরে উড়ে যায় বাড়ির ছাদ ও বাড়িটিতে আগুন ধরে যায় ।প্রায় ৮ কিলোমিটার […]