হাসিব: চিন্তন নিউজ:২৫ শে জুলাই:- বার কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে কলকাতার এই দুই ঐতিহ্যশালী ল’ কলেজের। আগামী শিক্ষাবর্ষ থেকে আর নতুন কোনো ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে না এই দুটি কলেজে। যার জেরে সরকারি পরিষেবায় ল’ পড়াশোনা থেকে বঞ্চিত হবেন একাংশের ছাত্র ছাত্রী। একইভাবে কলকাতার বাকি ল’ কলেজেগুলিরও পরিকাঠামোর বেহাল অবস্থা। ছাত্রছাত্রীরা যাতে ল’ পড়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই জন্যে এই দুটি কলেজে পুনরায় ছাত্র ভর্তি চালু করতে, বার কাউন্সিলের রেজিস্ট্রেশন ফিরিয়ে আনার দাবি এবং সামগ্রিকভাবে ল’ পড়াশোনার পরিকাঠামোর উন্নতির দাবীতে পথে নামে এস এফ আই। এস এফ আই’র কলকাতা জেলার সভাপতি অর্জুন রায় বলেছেন, “রাস্তার লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াইও লড়া হবে। ক্যাম্পাস রক্ষা করতে সমস্ত রকম আন্দোলনের জন্য আমরা প্রস্তুত।”
