রাজ্য

ফলপ্রকাশে গাফিলতি, নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের সহায় হ’ল এসএফআই


সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ:৯ ই নভেম্বর:- ফলপ্রকাশে গাফিলতি। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা। সহায় হল এসএসআই। অভিযোগ ৩০ অক্টোবর স্নাতক স্তরের অসম্পূর্ণ ফলাফল প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। অসম্পূর্ণ ফল প্রকাশের কারণে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য দরখাস্ত জমা দিতে পারছিলেন না। বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনে যোগাযোগ করলে তাঁদের জানানো হয় গোলপার্কে স্থিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে। অভিযোগ, লাগাতার চারদিন পরীক্ষা নিয়ামকের  সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও বিফল হন ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতিতে ৬ নভেম্বর  তাঁরা যোগাযোগ করেন ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বের সঙ্গে। অবিলম্বে হস্তক্ষেপ করা হয় সংগঠনের তরফ থেকে। এসএফআই রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল দেখা করতে যান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের  সঙ্গে।

এই প্রতিনিধি দলে এসএফআই নেতৃত্ব ছাড়াও ছিলেন নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রী স্বরলিপি ঘোষ। প্রাথমিক ভাবে গররাজি থাকলেও সংগঠনের চাপে শেষমেশ প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে রাজি হন তিনি। আধঘন্টা বৈঠকের পরে পরীক্ষা নিয়ামকের তরফ থেকে জানানো হয় ৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যেই সমস্যার সমাধান করা হবে৷ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও সম্পূর্ণ ফলপ্রকাশের আশ্বাস দেন তিনি। এর পরেও এসএফআই’র নেতৃত্বে অবস্থান চালিয়ে যান পড়ুয়ারা। আন্দোলনের চাপে অবশেষে নিজেদের দেওয়া  কথা রাখেন নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বিকেলের মধ্যেই সম্পূর্ণ ফলপ্রকাশ করা হয়।   এই প্রসঙ্গে এসএফআই নেতা শুভজিৎ সরকার জানান “এই জয় সংগঠিত ছাত্র আন্দোলনের জয়। আগামী দিনেও ছাত্রছাত্রীদের যেকোনও সমস্যায় পাশে থাকবে এসএফআই।” আন্দোলনরত বিএসসি পড়ুয়া স্বরলিপি ঘোষ জানিয়েছেন ” এসএফআই নেতৃত্ব পাশে দাঁড়ানোয় অনিশ্চিত  ভবিষ্যতের হাত থেকে মুক্তি পেলেন প্রায় ১ লক্ষ ৩৬ হাজার ছাত্রছাত্রী। এই সাহায্যের জন্য আমরা এসএফআই নেতৃত্বের কাছে কৃতজ্ঞ।” এসএফআই’র হস্তক্ষেপে কাটল জট, সম্পূর্ণ রেজাল্ট হাতে পেলেন নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১ লক্ষ ৩৬ হাজার ছাত্রছাত্রী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।