রাহুল চ্যাটার্জি:– চিন্তন নিউজ:১৩ই আগস্ট:–
আর নয় গুগল-জুম,
রাস্তাই হোক ক্লাস রুম।
যে ক্লাস হবার কথা চার দেওয়ালের মাঝখানে ক্লাস রুমে, তা স্কুল, বিশ্ববিদ্যালয়ের বাইরে কেন ? এসএফআই সদস্য পড়ুয়াদের এটাই অভিনব প্রতিবাদ। তাদের দাবী, অনেক হল অনলাইন, এবার হোক অফলাইন। আদতে করোনাকালে লকডাউন কাটিয়ে ছাড়ের আওতায় আনা হয়েছে অনেক কিছু, তাদের অভিযোগ শুধুমাত্র ক্লাস রুমের তালা বন্ধ প্রায় দুই বছর ধরে। তারই প্রতিবাদ জানাতে রামপুরহাট, সিউড়ি, ইলামবাজার এর রাস্তায় শতরঞ্জি পেতে বসে ক্লাস করলেন স্নাতকস্তরের পড়ুয়ারা। রামপুরহাটে মহকুমা শাসকের অফিসের সামনে ব্যস্ত রাস্তা, অবিরাম ছুটে চলেছে যানবাহন। ধুলো-ধোঁয়ার মধ্যেই, রাস্তার একপাশে চলছে ক্লাস। স্বাধীনতা লাভের পর বিভিন্ন প্ল্যানিং কমিশন নিয়ে ক্লাস নিলেন শিক্ষক অলিকেন্দু চক্রবর্তী। মাটিতে বসেই পড়াশোনা করলেন পড়ুয়ারা। সিউড়িতে বাস স্ট্যান্ড চত্বরে ক্লাস নেন শিক্ষক আশীষ বিশ্বাস। অপরদিকে ইলামবাজারের মঙ্গলডিহিতে বিকল্প ক্লাস রুমে ছাত্রদের পড়ান শিক্ষক নূর আলম মোল্লা।