মহম্মদ হাসিব: চিন্তন নিউজ:১১ই আগস্ট:- এস এফ আই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির পরিচালনায় শুরু হলো অ্যাডমিশন হেল্প ডেস্ক। এলাকার ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির জন্যে অনলাইন ফর্ম ফিলাপ বিনামূল্যে করানোর ব্যবস্থা করে এস এফ আই।
বিগত কয়েকবছর থেকেই কলেজে ভর্তির জন্যে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হয়। এবং যার জেরে ছাত্রছাত্রীদের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই সাধারণ ছাত্রছাত্রীদের যাতে অসুবিধায় পড়তে না হয় সেই জন্যে নানান ভাবে তাদের পাশে থাকছে এস এফ আই। বিনামূল্যে অনলাইন ফর্ম ফিলাপ ছাড়াও কলেজে ভর্তির নানান ব্যাপারে গাইড করছে তারা।
আগামী দশ দিন যাবৎ চলবে এই হেল্প ডেস্ক। প্রথম দিনেই ছাত্রছাত্রীদের সাড়া ছিলো দেখার মতো। এক অভিভাবক জানান ” সাইবার ক্যাফেতে ফর্ম ফিলাপ করতে গেলে অনেক টাকা লাগত। এছাড়া সমস্ত ব্যাপারের তথ্য নিজেদের অনেক কষ্টে জোগাড় করতে হতো। এস এফ আই অনেক সুবিধা করে দিয়েছে সবটা। শুধু বিনামূল্যে ফর্ম ফিলাপই নয়, বিভিন্ন কলেজের অ্যাডমিশন সম্পর্কিত তথ্যও জোগাড় করে রেখেছে এরা।” প্রথম দিন হেল্প ডেস্কে উপস্থিত ছিলেন এস এফ আই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির সম্পাদক দেবাঞ্জন দে।