দেশ

বিএস‌এন‌এলে কর্মী ছাঁটাই একদিনে আটাত্তর হাজার পাঁচশো উনসত্তর জন


সুগত দত্ত:চিন্তন নিউজ:১৮ই ফেব্রুয়ারি:– আরো ৭৮৫৬৯ জনের ক্রয় ক্ষমতা কমলো। মানে তাদের বাজারের বা জীবন যাত্রায় যে ব্যয় টা ছিলো সেটা প্রায় ৪০ ভাগ কমে যাবে। ৭৮৫৬৯ জনের পরিবারের সন্তানের উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়লো। কম পক্ষে ৩ লক্ষ্য মানুষের জীবনে আঘাত আসলো সরাসরি। কয়েক হাজার মানুষের চিকিৎসা অনিশ্চিত হলো আগামীর জন্য।

হ্যাঁ বি এস এন এল এর একদিন ছাঁটাই হওয়া ৭৮৫৬৯ জনের কথা হচ্ছে। তাদের পরিবারের ৩ লক্ষ্য মানুষের কথা হচ্ছে। কেন্দ্র সরকারের বিলগ্নিকরণ নীতিতে একে একে আজ বি এস এন এল, কাল এয়ার ইন্ডিয়া পরশু ডাক বিভাগ, তারপর বেঙ্গল কেমিক্যাল বিকিয়ে যাবে সব রাষ্ট্রায়ত্ত সংস্থা। এইরকম করে হারিয়ে যাবে লক্ষ মানুষের বেঁচে থাকার স্বপ্ন।

দেশের সরকার সব বিক্রি করে দিচ্ছে। আর রাষ্ট্রায়ত্ত সংস্থা যে লাভ করতো সেটাই দেশের উন্নয়নে কাজে লাগতো। ওটা আদানি আম্বানি হাতে গেলে লাভ চলে যাবে ওদের পকেটে। পুঁজি আরো কেন্দ্রীভূত হবে। দ্রব্য মূল্য বৃদ্ধি হবে। সাধারণ মানুষ আরও দূর্দশায় পড়বে।

দেশের সরকার যখন এই পদক্ষেপ নিচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ট্রাম কোম্পানির জমি খুব কমে বিক্রি করে নিজের ভাইপোর সম্পত্তি বাড়াচ্ছে। একদিকে মানুষকে এন আর সি নিয়ে ভাবাতে বাধ্য করছে, আর ওদিকে আদানি আম্বানি জয় শা ভাইপোদের সম্পত্তি বাড়ছে। দেশের জিডিপি ক্রমশ নিম্নমুখী। ওদিকে ধর্ম গরু নিয়ে বাড়ছে উন্মাদনা।বামেরা শূন্য। আর তারপরই শুরু হলো ৩৭০ কিংবা সিএএ কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ।

আর পশ্চিমবঙ্গ রাজ্যে এই ন’ বছরে একবার এস এস সি হয়েছে। শিক্ষক নিয়োগ নিয়েও অনেক দ্বিচারিতা চলছে। রাজ্যের মানুষ এটাও নিশ্চই জানেন জনসংখ্যা বাড়লেও মাধ্যমিক পরীক্ষা ছাত্র ছাত্রী কমছে। এই রাজ্যে শিক্ষার হাল মাত্র দশ বছরে ভেঙে পড়ছে। তবে ওনার দোষ দিয়ে লাভ নেই কারণ দেশের সরকার চায় মানুষ মূর্খ থাকুক। মূর্খ থাকলে প্রশ্ন করবে না। নিজের চাহিদার কথা ভুলে ধর্ম করবে বেশী আর সেই ফাঁকেই আদানি আম্বানি জয় শা কিংবা ভাইপোর মতন মানুষের সম্পত্তি বাড়বে।

দেশে স্কুল কমবে আর বাড়বে রাম মন্দির কিংবা দীঘায় কোনো মন্দির। শিশুদের পালস্ পোলিও টিকা যোগান দিতে না পারলেও কিছু হবে না কিন্তু বল্লভ ভাই প্যাটেলের মূর্তি স্থাপন চলবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।