দেশ

অন্ধ্রপ্রদেশে করোনা কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে মৃত সাত


তুলসী কুমার সিনহা:-চিন্তন নিউজ:-৯ই আগস্ট, অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় নগরী স্বর্ণ প্রাসাদে একটি হোটেল যেখানে কোভিড করোনা কেয়ার সেন্টার গঠিত হয়েছিল সেখানে রবিবার সকালে বড় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭জন জন মারা গেছেন এবং ১০ জন আহত হয়েছেন। সংবাদ সূত্রে জানা গেছে যে শর্ট সার্কিটের কারণে কোভিড ১৯ কেয়ার সেন্টারে আগুন লেগেছে তবে এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। দমকল বাহিনী খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে, আশঙ্কা করা হচ্ছে যে ঐ কোভিড করোনা সেন্টারে আরও কিছু রোগী ও কর্মচারী আটকে রয়েছেন বা মারা গিয়েছেন তবে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে না ।

এর আগে গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদের নভরঙ্গপুরার একটি বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতালে আগুন লাগে। হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা আট কোভিড রোগীর শরীরের অর্ধেকের বেশি পুড়ে যায় । তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। পর পর দুটি অগ্নিকাণ্ডে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।এই বিষয়ে সকলকে সচেতন থাকা অবশ্যই উচিত বলে মত সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনদের। সেখানে কোভিড আক্রান্তদের চিকিৎসা চলছে, সেই চিকিৎসা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।