দেবু রায়: চিন্তন নিউজ:২২শে সেপ্টেম্বর:- আজ ছিলো যাদবপুরে গড়ফার শ্রমজীবী ক্যান্টিনের পঞ্চাশতম দিন। এই দিনটাকে আনন্দের সাথে এলাকার মানুষ পালন করেন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে. আজকের পঞ্চাশতম দিনটাকে আরও বেশি উজ্জ্বল করেছিলো এলাকার বিধায়ক সুজন চক্রবর্তীর উপস্থিতি। তিনি তার বক্তৃতার মধ্যে দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বামকর্মী, সমর্থকদের অভিনন্দন জানান। তার সাথে সংক্ষিপ্ত ভাষণে দেশের এই কঠিন অবস্থায় শ্রমজীবী ক্যান্টিনের গুরুত্ব ব্যাখ্যা করেন। তার সাথে কেন্দ্রীয় সরকার চাষীদের মেরে, কর্পোরেটদের সুবিধা দেবার জন্য যে নতুন কৃষি বিল এনেছে তারও ব্যাখ্যা করেন।
Related Articles
ধর্মঘটে ব্যাপক সাড়া বীরভূমে
রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৬ শে নভেম্বর:- ধর্মঘটের সমর্থনে আজ রামপুরহাটে সকাল থেকেই রাস্তায় সি পি আই এম, কংগ্রেসের কর্মী সমর্থকরা গোটা রামপুরহাট জুড়ে কখনও মিছিল কখনও হাইরোড পিকেটিং কোথাও অবরোধ করলো। বাজারে মিছিল চলাকালীন প্রায় ৯৯.৯% দোকান পাট বন্ধ করে সংহতি জানান দোকানদাররা, সমস্ত ব্যান্ক-ডাকবিভাগ- ফাইন্যান্স কোম্পানি- বাস পরিষেবা-বেসরকারি অফিস বন্ধ। রামপুরহাট বাসস্ট্যান্ডে ভোর ৫টাই […]
দক্ষিণ চব্বিশ পরগনা সংবাদ
চিন্তন নিউজ ১২/১০/২৩:– প্রতিনিধি অভিজিৎ ব্যানার্জীর প্রতিবেদন — মহেশতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে প্রিপেড স্মার্ট মিটার বিরোধী গন কনভেনশন ও স্বাক্ষর সংগ্রহ। জেলার অন্য প্রান্ত থেকে দুই প্রতিনিধি অভিজিৎ ব্যানার্জী এবং সুশান্ত ঘোষ তাঁদের প্রতিবেদনে জানিয়েছেন – পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ ও সারা ভারত ক্ষেত মজুর সংগঠনের দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির যৌথ উদ্যোগে বারুইপুর […]
দক্ষিণ দিনাজপুর জেলার টুকরো খবর
চিন্তন নিউজ২৬শে সেপ্টেম্বর:– সংবাদদাতা সুশান্ত বিশ্বাস:– আগামীকাল দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সিপিআইএম মহারাজপুর শাখার উদ্যোগে আজ মহারাজপুর বাজারে মিছিল সংগঠিত হলো l আজ ঠ্যাঙ্গাপাড়া তে আগামীকালের ধর্মঘটের প্রচারে সিপিআইএম কর্মীগণ। অপরদিকে CPIM গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে গঙ্গারামপুরে দোকানদার ভাইদের মধ্যে আগামীকাল সারাভারত সাধারণ ধর্মঘটের পক্ষে প্রচার সংগঠিত করা হলো। Share on: WhatsApp