জেলা

দেখতে দেখতে পঞ্চাশতম দিনে পড়লো, যাদবপুরের গড়ফার শ্রমজীবী ক্যান্টিনের বয়স!


দেবু রায়: চিন্তন নিউজ:২২শে সেপ্টেম্বর:- আজ ছিলো যাদবপুরে গড়ফার শ্রমজীবী ক্যান্টিনের পঞ্চাশতম দিন। এই দিনটাকে আনন্দের সাথে এলাকার মানুষ পালন করেন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে. আজকের পঞ্চাশতম দিনটাকে আরও বেশি উজ্জ্বল করেছিলো এলাকার বিধায়ক সুজন চক্রবর্তীর উপস্থিতি। তিনি তার বক্তৃতার মধ্যে দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বামকর্মী, সমর্থকদের অভিনন্দন জানান। তার সাথে সংক্ষিপ্ত ভাষণে দেশের এই কঠিন অবস্থায় শ্রমজীবী ক্যান্টিনের গুরুত্ব ব্যাখ্যা করেন। তার সাথে কেন্দ্রীয় সরকার চাষীদের মেরে, কর্পোরেটদের সুবিধা দেবার জন্য যে নতুন কৃষি বিল এনেছে তারও ব্যাখ্যা করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।