নিজস্ব সংবাদদাতা : চিন্তন নিউজ: ০৬/১২/২০২৪:- ফেসবুক লাইভ করে স্কুল শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য বরানগরে। দোষীদের শাস্তির দাবিতে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের পরিজনদের।
বরানগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাসবীর কার। বছর ৫৪ এর মহিলা দীর্ঘদিন ডানলপ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন। অবসর নেওয়ার দুবছর আগে থেকে বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে বারবার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়। হেনস্থার সাথে সাথে অপমান জনক মন্তব্য করার অভিযোগ করেন নিহত স্কুল শিক্ষিকা জাসবীর কার। সেই সমস্ত কথা নিজের ফেসবুক লাইভে জানান। তারপরেই নিজের বাড়িতে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে খবর। দ্রুত ফেসবুক লাইভ দেখে পরিজনরা ছুটে এলে, ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্বার করে । স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আর এই ঘটনায় বিদ্যালয়ের প্রিন্সিপাল ড: গুরমিত কর আরজানি সহ পরিচালন সমিতির সভাপতি দেবেন্দ্র সিং বেনিপাল, বিদ্যালয়ের পরিচালন সমিতির সাধারণ সম্পাদক গুরুদেব সিং লাপারান এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত স্কুল শিক্ষিকা জাসবীর কারের ভাই যশবিন্দর সিং। এর প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এলাকার লোকজন এক হয়ে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন।
সাংবাদিক কথা বলেন নিহতের ভাই যশবিন্দর সিং এর সাথে।
ছবি : মৃত শিক্ষিকা যশবির কাউর। এবং স্কুল সভাপতি রবিনদার শিং বেনিপাল।