রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৯শে অক্টোবর:- সকলের মলিনতা মোছা হয়তো সহজ নয় কিন্তু কিছু গরীব মানুষের মুখে এই পুজোর দিনগুলোতে একটু হাসি তুলে দিতে বদ্ধপরিকর ওরা। প্রান্তিক মানুষদের উপহার দেওয়া হলো নতুন জামাকাপড়। করোনা পরিস্থিতিতে ত্রাণ বন্টন, রক্তদান তার সাথে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা সুবিধা-অসুবিধা নিয়ে পরিষেবা প্রদান, মূলত এ নিয়েই মানুষের সাথে পরিচিত হয়েছিল “সওগাত”।
না, তারপরেও থেমে নেই মানুষের মুখে হাসি ফোটাবার প্রয়াস l রামপুরহাট ও সংলগ্ন এলাকাতে চলছে প্রান্তিক গরীব মানুষদের মুখে একটু হাসি তুলে দেবার চেষ্টাl
কেউ নতুন জামাকাপড় পরবে কেউ পরবে না তা হবে না। মানুষের স্বার্থে এতটুকু করতে পেরে সংগঠকরা আনন্দিত।
সওগাত এর উদ্যোগে আজ(19.10.20) প্রথম দফায় শারদীয়া উৎসবের আগে পোশাক বিতরণ করা হলো রামপুরহাট শহরের জিতেন্দ্রলাল পৌরমন্দির থেকে। উপস্থিত ছিলেন অধ্যাপক সুশোভন হাজরা, সুকৃত মন্ডল, শিক্ষিকা দেবিকা চট্টোপাধ্যায়, সুমনা সরকার, রিয়া রুজ। এছাড়াও ছিলেন শিক্ষক আনাল হক,সৌগত রায়, তুষার মন্ডল, রাহুল চ্যাটার্জি, কলেজ শিক্ষাকর্মী সুপ্রিয় সেন, সমাজসেবক বাপি দাস প্রমুখ।
‘