রাজ্য

“বাংলা বাঁচাও, মানুষ বাঁচাও।” বাঁকুড়া কাটজুরিডাঙ্গা য় বললেন অমিয় পাত্র।


কিংশুক ভট্টাচার্য:বাঁকুড়া ৭ আগষ্ট ২০২০ সোমবার:- রবিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর বাঁকুড়া শহর পশ্চিম আঞ্চলিক কমিটির সম্মেলন শুরু হয় প্রকাশ‍্য সমাবেশের মধ‍্য দিয়ে। বাঁকুড়া কাটজুরিডাঙ্গা মোড়ে এই প্রকাশ‍্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন নেতৃত্ব তথা ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্ক্সবাদী)র কেন্দ্রীয় কমিটির সদস‍্য অমিয় পাত্র। এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত সংগঠনের বর্তমান জেলা সম্পাদক তথা রাজ‍্য কমিটির সদস‍্য প্রদীপ পন্ডা ও সংগঠনের প্রাক্তন নেতৃত্ব তথা বর্তমানে ভারতের কমিউনিষ্টপার্টি (মার্ক্সবাদী)র জেলা কমিটির সদস‍্য ও বাঁকুড়া শহর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক অশোক ব‍্যানার্জি। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক অভয় মুখার্জি। অমিয় পাত্র তাঁর বক্তব‍্যে বর্তমান ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা ব‍্যাখ‍্যা করে বলেন ” আর্থিক অবস্থার এই অধঃপতন সবটাই হয়েছে মোদী র হাত ধরে। বিগত ইউপিএ দুই এর সময় মোট উৎপাদন বৃদ্ধির হার ছিলো আট শতাংশে র কাছাকাছি। আজ সেটা ঋণাত্বক হিসেবে চব্বিশ শতাংশে দাঁড়িয়েছে।” তিনি বলেন, “এই অবনমণ থেকে উদ্ধার পেতে এই বিজেপি সরকারের পতন প্রয়োজন।” তিনি আরো বলেন এই রাজ‍্যে মমতার কার্যকলাপ আর দিল্লির মোদি সরকার মূলগত ভাবে এক।” “এরা লকডাউন এর নাম করে ভয়ের পক্ষাঘাতে আক্রান্ত করে রাজ‍্য তথা দেশজুড়ে লূঠের রাজত্ব কায়েম করেছে”। তিনি বলেছেন “আজ আমাদের কাছে জরুরি দেশ বাঁচানো, বাংলাকে বাঁচানো মানুষকে বাঁচানোর আন্দোলন গরে তোলা।”
সভার পূর্বে সংগঠনের পতাকা উত্তোলন ও গণনাট‍্য সংঘের গণকন্ঠ শাখা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। বেশ কয়েকটি বর্ণাঢ্য মিছিল সভাস্থলে পৌছায়। সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস‍্য ধর্মেন্দ্র সিং সভা পরিচালনা করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।