রাজ্য

অবৈধ ভাবেই দারকেশ্বর নদীর বাঁক পথে বালি তুলে নেওয়া হচ্ছে


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২৭ /০৩/২০২৩:– দিনের পর দিন চলছে বৈধ বালি খাদানের চালান নিয়ে অবৈধভাবে  থেকে বালি তোলা ও পাচারের  কাজ । ঘটনাটি হুগলি জেলার আরামবাগ  মহকুমা এলাকার দ্বারকেশ্বর  নদ এলাকায় । আসন্ন বর্ষায় এর ফলে বন্যার আশঙ্কায় প্রহর গুনছেন এলাকাবাসী । একেই এই অঞ্চল বন্যা প্রবন তার উপর এই রকম বালি তোলা র ফলে আরও বিপদ বাড়াচ্ছে এলাকায়।  অবৈধভাবে বালি খননের  আরামবাগ মহকুমা র গোঘাট  থানা এলাকায়  ভাদুর গ্রাম পঞ্চায়েতের  ফকির পাড়া , রাধা বাজার , পোড়া বাগান এলাকার বাসিন্দারা জোটবদ্ধ হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন বলে জানা গেছে সূত্র মারফৎ ।                                     

আরামবাগ এ পাঁচটি ও  গোঘাটে একটি বৈধ বালি খাদান আছে ।  বৈধ বালি খাদান থেকে বালি তুলে তুলে  বালি শেষ হয়ে গিয়ে নদের তলদেশে র মাটি বেরিয়ে গেছে । ওখানে আর বালি না পেয়ে ঐ বালি পাচার কারীরা অবৈধ ভাবে নদের বাঁকে গিয়ে বাংলা তুলতে শুরু  করেছে । যে বাঁক থেকে বালি তোলা হচ্ছে তার পূর্বে রয়েছে আরামবাগ থানা  আর পশ্চিম দিকে গোঘাট থানা । এলাকাবাসীর অভিযোগ প্রশাসন বা পুলিশ কেউই এই অনৈতিক কাজ নিয়ে কিছুই  করছে না । আর এই সুযোগে দিনরাত চলছে বালি চুরি ।   নদের পাড় এলাকার থেকেই প্রায় ত্রিশ চল্লিশ ফুট গভীর গর্ত  করে বালি তুলে ফেলেছে এই বালি কারবারী রা। 

আরামবাগ এর মোমিন পুর এলাকায় কোন বৈধ বালি খাদান নেই তবুও এই অঞ্চল থেকে বালি তোলা হয়েছে ।  গ্রামবাসী দের অভিযোগ এইভাবে বালি তোলার ফলে ভয়াবহ আকার ধারণ করবে এলাকা বর্ষার সময় । গ্রামের পর গ্রাম নদের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  গ্রামবাসীদের অভিযোগ প্রশাসন তো কোন বাধা দেয় না আর এই সুযোগ টাকেই কাজে লাগাচ্ছে চোরা কারবারী রা । গ্রামবাসী রা এই কাজ এ বাঁধা দিলে প্রানে মেরে ফেলার হুমকি দেয় এ বালি কারবারী রা ।  এই নিয়ে  আরামবাগ ভূমি রাজস্ব বিভাগের কর্মকর্তারা দের সাথে কথা বলতে গেলে কোন সদুত্তর পাওয়া যায় নি।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।