সুশান্ত বিশ্বাস: চিন্তন নিউজ:২০শে নভেম্বর:– লাগাতার আন্দোলনের জেরে তিনটি কালা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হলো সরকার। এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে সারাভারত কৃষক সভার গঙ্গারামপুরে মিছিল।
স্কুল সার্ভিস কমিশনে ব্যাপক দুর্নীতিতে সিবিআই তদন্ত চেয়ে এবং দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবীতে এসএফআই, ডিওয়াইএফআই গঙ্গারামপুর লোকাল কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত হলো। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই লোকাল কমিটির সম্পাদক কমরেড সনাতন বর্মন এসএফআই এর লোকাল কমিটির সম্পাদক কমরেড মধুসুদন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজকে কালিতলার প্রগতি সংঘের ক্লাব কক্ষে আগামী ৪ ও ৫ই ডিসেম্বর গঙ্গারামপুরে সিপিআই(এম) দক্ষিণ দিনাজপুর ২৩তম জেলা সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কিছু অংশ।