চিন্তন নিউজ:১২ই অক্টোবর:– চন্দনা বাগচী: বাটা মহেশতলা এরিয়া অঞ্চলে পাঁচটি মার্কসীয় পুস্তক বিপণন কেন্দ্র হয়েছে ষষ্ঠী থেকে চলবে দশমী পর্যন্ত। সারেঙ্গাবাদ আবাসন শাখার পুস্তক বিপণন কেন্দ্র উদ্বোধন করেন কমরেড রতন বাগচী। উপস্থিত ছিলেন এরিয়া সেক্রেটারি কমরেড মানস রায় অন্যান্য নেতৃবৃন্দ।
রমা চক্রবর্তী জানিয়েছেন– জয়নগর 2 নম্বর এরিয়া কমিটির বুক স্টল চলছে
যাদবপুর অঞ্চলে বিজেপির দুস্কৃতকারীদের দ্বারা নিহত কৃষক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন
সংবাদদাতা দেবরাজ মন্ডল:– মগরাহাটের ধামুয়া বাজারে মার্কসীয় বুকস্টল শুরু হলো।