চিন্তন নিউজ:২৫শে আগস্ট:- রিপোর্টার – সন্যাসী হালদার ডায়মন্ড হারবার l আজ সিপিআই (এম) সরিষা এরিয়া কমিটির পক্ষ থেকে সরিষা হাট ও সংলগ্ন এলাকায় মানুষের জীবন-জীবিকার বিভিন্ন ইস্যুকে নিয়ে ব্যাপক প্রচার অভিযান করা হয় l উল্লেখ পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা দেশব্যাপী জীবন- জীবিকার সংগ্রামের মূল ১৪ দফা ইস্যু নিয়ে প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দেওয়া হয় l সেই মতো সরিষা এরিয়া কমিটির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ব্যাপক জমায়েত করে প্রচার পত্র বিলি ও জনসংযোগ করা হয় l মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায় l উপস্থিত ছিলেন এলাকার নেতৃত্বস্থানীয় l
রিপোর্টার – সুচরিতা বসু বারুইপুর l
আজ সিপিআই (এম) দক্ষিণ ২৪পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জেলা পার্টি অফিস কমরেড প্রভাস ঘোষ স্মৃতি ভবনে প্রয়াত কমরেড শ্যামল চক্রবর্তীর স্মৃতিচারণা করা হয় l অনুষ্ঠান উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক কমরেড শমীক লাহিড়ী এবং অন্যান্য নেতৃত্বেবৃন্দ l সকলেই প্রয়াত কমরেডের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন l কমরেড শমীক লাহিড়ী ও অন্যান্য নেতৃত্ববৃন্দ কমরেড শ্যামলবাবুর জীবন ও সংগ্রাম নিয়ে স্মৃতিচারণা করেনl