মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:২৩শে মে:- একদিকে করোনা নামক বিশ্ব মহামারী এবং তার পাশেই ইতিমধ্যে ঘটে গিয়েছে আমফান নামের মহাবিপর্যয় , মানুষ আজ দিশেহারা যদিও আমফানের প্রভাব উত্তরবঙ্গে কিছুটা কম কিন্তু আয়ের উৎস হারিয়ে এদিকের মানুষও আজ যথেষ্ট দিকভ্রান্ত , ইতিমধ্যেই জানা গিয়েছে মানুষের ভোগান্তিতে করোনা – আমফান এর দোসর হয়েছে গ্রামীণ সরকারি প্রকল্প “মনোরেগা” বা ১০০ দিনের কাজ।
সূত্রে প্রকাশ শিলিগুড়ি লাগোয়া গ্রাম পঞ্চায়েত ফুলবাড়ী ১ নং অঞ্চলের শ্রীবাস কলোনি – মাইকেল কলোনি এলাকার বেশ কিছু মানুষ ১০০ দিনের কাজ পাচ্ছেন না , বহু মানুষের অভিযোগ দল এবং মানুষ দেখে দেখে কাজ বন্টন করা হচ্ছে , অনেক গরিব মানুষ কাজের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন , সূত্র মারফত জানা যায় কোন কোন ক্ষেত্রে এমনও হয়েছে কেউ কাজ না করেই ৫০-৫০ আরেকটু কম বেশি ভাগাভাগির হিসেবে টাকা পাচ্ছেন আবার কেউ বহুদিন আগে কাজ করেও এখনো টাকা পাননি।
গরিব মানুষগুলো যারা ১০০ দিনের কাজ করে এই সময়ে কিছুটা উপার্জন করার কথা ভেবেছিলেন তাদের মধ্যে অনেকেই এখন গ্রামীণ দলীয় রাজনীতির শিকার এবং এই বিষয়ে কথা বলতে গতকাল বেশকিছু জব কার্ড ধারী মানুষ ফুলবাড়ী 1 নং অঞ্চলের প্রধানের সাথে কথা বলতে যান , তাদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত কাজ বন্টনের ক্ষেত্রে দ্বিচারিতা করছে , হাতেগোনা কিছু মানুষ কাজ করলেও খাতায়-কলমে নাকি অনেক মানুষ কাজ করছে এরকম খবর বাইরে আসছে, স্থানীয় পঞ্চায়েত সদস্য সুপারভাইজারা অনেক জব কার্ড হোল্ডারদের কার্ড নিজেদের কাছে রেখে দিয়েছেন আবার অনেকের কার্ড রেনু করার ক্ষেত্রেও টালবাহানা করা হয়েছে।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুপারভাইজার কিংবা প্রধান কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তাই তাদের মতামত জানা যায়নি , নাম না জানানোর শর্তে বেশকিছু জব কার্ড ধারী মানুষ জানিয়েছেন ফুলবাড়ী ১ নং অঞ্চল বর্তমানে তৃণমূল এবং বিজেপির দ্বারা নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের দ্বারা পরিচালিত এই সময়কালে প্রচুর দুর্নীতি হলেও প্রতিরোধ করার মত কোনো রাজনৈতিক দল বা শক্তি পাশে দাঁড়ায়নি , যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ , তারা তাদের হকের টাকা হকের কাজ যথাশীঘ্র ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন।