রাহুল চ্যাটার্জী: চিন্তন নিউজ:২০শে সেপ্টেম্বর:- সংস্কৃতি আন্দোলনের প্রাজ্ঞ ব্যক্তি শ্রদ্ধেয় দেবীশ্বর পাউরিয়া আজ ভোর তিনটেই কলকাতার পিজি হাসপাতালে প্রয়াত হয়েছেন। উল্লেখ্য গত দুই দিনে বীরভূম জেলার সংস্কৃতি আন্দোলনের দু’জন বিশিষ্ট ব্যক্তিত্বকে হারাতে হ’ল।
এর আগের দিনই অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর প্রয়াত হয়েছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ রঞ্জিত বাগ। শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন মাননীয় রঞ্জিত বাবু। উনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা ডা: রামচন্দ্র ডোম, কম: মনসা হাঁসদা, কম: দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ।