রণদীপ মিত্র:চিন্তন নিউজ:২৪শে অক্টোবর:- বীরভূমের নলহাটি ২নং ব্লকের গ্রাম সম্পদ কর্মীদের উদ্যোগে পুজোর দিনেও হয়েছে অন্তর্গত করোনা ও ডেঙ্গু বিষয়ে সচেতনতা প্রচার। সাধারন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে সচেতনতামূলককর লিফলেট।সেই সঙ্গে উৎসবেও মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রেখে আনন্দ করে সেই বিষয়ে মানুষকে সচেতনতার পাশাপাশি সম্পদ কর্মীদের উদ্যোগে ভিড় যুক্ত জায়গায় মানুষকে বিনামূল্যে মাস্ক বিলি করা হয়েছে। গোটা কর্মসূচীই হয়েছে সম্পদ কর্মীদের নিজেদের দেওয়া চাঁদার টাকায়।
যখন নিজেরাই জর্জরিত সঙ্কটে। না পাওয়ার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। সরকারের কাছে আবেদন, নিবেদন, ধর্ণা, গলা ফাটিয়েও সুরাহা হয়নি, জীবন জীবিকায় নেমে আসা সঙ্কটের। তাই বলে নিজেদের কর্তব্য, দায়িত্বের প্রতি তো আর উদাসীন হওয়া যায় না। উদাহরন গ্রামীন সম্পদকর্মীরা(VRP)।
আজ নলহাটীর ভিআরপি (VRP) মনিরুল ইসলাম জানান,সম্পকর্মীরা নিজেদের যৎসামান্য রোজগারের থেকেই চাঁদা তুলে এই কর্মসূচির আয়োজন করেছেন। ভিআরপি রা ডেঙ্গু সচেতনতার কাজ করেন । কিন্তু,বর্তমানে এই পূজোর সময় মানুষের সচেতনতা বাড়াতেই নিজেদের উদ্যোগে এই সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়। মানুষের জন্য কিছু করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে তাঁদের।