সায়ন্তন রায়চৌধুরী: চিন্তন নিউজ:১৯শে আগস্ট:- ১৯৯৩ এর ১৯ আগস্টের আজকের দিনে চলে গেছিলেন আমাদের কাপ্তেন বাবু। সমাজের জন্য রেখে গিয়েছিলেন তার টিনের তলোয়ার।আজও তিনি প্রেরনার জলন্ত অঙ্গার। স্বদেশকে যারা পরিনত করতে চায় মৃত্যু উপত্যকায়, তাদের বিরুদ্ধে পথ চলার যাত্রা পথে আপনার সৃষ্টি যেন তিতুমীরের উন্মুক্ত তরোবারি। আলোর মুখোশ পরে অন্ধকার যখন গ্রাস করছে আমাদের তখন খাইবার জাহাজের ডেক দিশা দেখায় মানুষকে।একই বৃন্তে দুটি কুসুমকে ছিন্ন করার কায়েমী চক্রান্তের বিরুদ্ধে আপনি ব্যারিকেড।
বাংলা গণনাট্য আন্দোলনের সময়ে বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার। তাঁর জন্ম১৯২৯সালের ২৯শে মার্চ অবিভক্ত বাংলার বরিশালে
পূর্নিমার চাঁদ যতদিন গদ্যময় পৃথিবীতে
ঝলসানো রুটি হয়ে থাকবে, ততদিন জনসমুদ্রে হিল্লোল সৃষ্টির জন্য প্রেরণার জলন্ত মশাল হয়ে থাকবে কল্লোল।
আজ প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন তাঁর প্রতি,যিনি মানুষের বেঁচে থাকার সংগ্রামের নান্দনিক কারিগর। বাংলা থিয়েটারের জলন্ত দীপশিখা উৎপল দত্তের প্রতি।