রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৪ই আগস্ট:- রামপুরহাট কলেজের প্রাক্তন শিক্ষক গণআন্দোলনের প্রাক্তন নেতা ও রামপুরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্রদ্ধেয় বঙ্কিম প্রধান গত ১১ই আগস্ট প্রয়াত হয়েছেন।
জেলার অধ্যাপক আন্দোলন এর অন্যতম নেতা কমরেড বঙ্কিম প্রধান ছিলেন রামপুরহাট কলেজের অধ্যাপক। রামপুরহাট কলেজের ছাত্র আন্দোলন পরিচালনার ক্ষেত্রেও সাতের দশকে তার পরামর্শ ও সহযোগিতা পথ দেখিয়েছে। তার বসতবাড়ি ছিল সকলের কাছে উন্মুক্ত দ্বার। কখনও কখনও ছোট সভাও অনুষ্ঠিত হয়েছে ঐ বাড়ীতে। রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন বহু উন্নয়নের সাথেও যুক্ত ছিলেন তিনি। স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে কমরেড বঙ্কিমচন্দ্র প্রধানকে আজ স্মরণ করা হলো রামপুরহাটে। উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতা কম: মতিউর রহমান,কম: সঞ্জীব বর্মন,কম: সঞ্জীব মল্লিক সহ পার্টি ও গণসংঠনের নেতৃবৃন্দ।