চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ৮ ই নভেম্বর – আজ সকাল ১০-টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গলসী-১নং বি.কে.সির মানকর অঞ্চল কৃষক সভার ১৫-তম সম্মেলন শুরু হয় । এলাকার কৃষক প্রতিনিধিরা সম্মেলনে যোগদান করেন ।উদ্বোধনী বক্তব্য রাখেন হারাধন ঘোষ, অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সমীর চ্যাটার্জী ।২১-জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হয় ।সম্পাদক ও সভাপতি দয়াময় ফরিকার ও বাবলু মন্ডল পুনর্নির্বাচিত হন ।
সারা ভারত খেতমজুর ইউনিয়নের পুর্ব বর্ধমান সদর ২ ব্লকের সুয়ারী গ্রামে ২য় সম্মেলন হয়।এর প্রকাশ্য সভা হয় আটাগড় বাজারে। মুল বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক অমিয় পাত্র। অমিয় পাত্র তার বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি ও অবস্থান ব্যাখ্যা করেন ও দৃষ্টি ঘোরাতে কিভাবে বিভাজনের রাজনীতি করছে তা তুলে ধরেন। কেন্দ্রের জনবিরোধী কৃষি আইন ও শ্রমআইন ব্যাখ্য করে বলেন এর ফলে কিভাবে কৃষক ও শ্রমিকদের জীবনে দুর্দশা নেমে আসবে। রাজ্যে কিভাবে লুটের রাজত্ব করছে তৃণমুল। রাজ্যের মমতা ও দিল্লির মোদির সমঝোতার স্বরূপ ব্যাখ্যা করে বলেন কি ভাবে এরা একে অপরকে মদতপুষ্ট করছে যাতে বামপন্থীদের আটকানো যায়।উভয় সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ। মানুষের পাশে আছে বামপন্থীরা। বামপন্থীরাই কৃষক শ্রমিকদের জন্য, ছাত্র যুব মহিলাদের জন্য লড়াই এর ময়দানে আছে।
রায়না-১ ও ২, খণ্ডঘোষ-১ ও ২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে সগড়াই অফিস প্রাঙ্গণে কেন্দ্রের নয়াকৃষি আইন বাতিলের দাবিতে ২৬ শে নভেম্বর সারাভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে কনভেনশনে বক্তব্য রেখেছেন প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার।
আগামী ২৬ শে নভেম্বর সারাদেশে সাধারণ ধর্মঘটের সমর্থনে বর্ধমান সদর-১ এরিয়া এলাকায় সিটু,সারা ভারত কৃষক সভা, এ আই এ ডব্লিউ ইউ,এ আই ডি ডব্লু এ, সারা ভারত যুব ফেডারেশন, সারা ভারত ছাত্র ফেডারেশন, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং ১২ জুলাই কমিটির কনভেনশন বিদ্যাসাগর পল্লীতে অনুষ্ঠিত হলো। মূল বক্তব্য রাখেন সিটু পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সুকান্ত কোনার।
২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে আজ সাহানুই থেকে বিনয়পল্লী বিষ্ণুপুর হয়ে চাকনারা পর্যন্ত মিছিল ও পথসভা হয়। এছাড়া মল্লিকাপুর থেকে বাহাবপুর, ইছাপুর, রাধাকান্তপুর, কেজা, তাতারপুর সর্বত্র মিছিল ও পথসভা হয়।