রাজ্য

ফুটপাতবাসীদের খাদ্য ব্যবস্থার দাবিতে মহকুমা শাসককে আবেদন রামপুরহাট ডিওয়াইএফ‌আই এর


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:২৮শে মার্চ:- রামপুরহাট শহরের ১৮ টি ওয়ার্ডে ফুটপাতে অস্থায়ীভাবে বসবাসকারি দুস্থ পরিবারগুলোর খাদ্যের ব্যবস্থা করার জন্য রামপুরহাট মহকুমা শাসকের কাছে দাবি জানালো ডিওয়াইএফ‌আই রামপুরহাট ১ পূর্ব লোকাল কমিটি। আজ ই-মেল করে এই দাবি জানানো হয় মহকুমা শাসককে।

রামপুরহাট শহরের ১৮ টি ওয়ার্ডে রাস্তার ধারে অস্থায়ী ভাবে বহু দুস্থ মানুষ বসবাস করেন। এদের বেশিরভাগ রিক্সা চালক, টলি ভ্যান চালক, দিনমজুরের কাজে যুক্ত। দেশ জুড়ে লক ডাউন চলার কারনে তাদের কাজ নেই। আয় নেই। হাতে টাকাও নেই। দিন আনা দিন খাওয়া এই দুস্থ মানুষগুলো আজ খাদ্য সংকটের মুখে। তাদের বেশির ভাগের রেশন কার্ডও নেই। রেশন পাবার সুযোগও নেই। অনাহারে মৃত্যুর মুখে এই অসংখ্য দুস্থ মানুষ। এই মানুষগুলোর জন্য সরকার যাতে খাদ্যের ব্যবস্থা করে, এই দাবি জানায় ডিওয়াইএফ‌আই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।