দেশ

মেটেরিয়াল সায়েন্স নিয়ে ডক্টোরেট রাইসা চাকরি না পেয়ে ফল বিক্রি করছেন …


মীরা দাস: চিন্তন নিউজ: ২৮শে জুলাই:- মধ্যপ্রদেশের ইন্দোরের দেবি অহল্যা বিশ্ববিদ্যালয়ের ৩৬ বছরের রাইসা একজন রিসার্চ স্কলার, তাঁর আশা ছিল নিজের যোগ্যতায় একটা চাকরি করবেন। কিন্তু না পেয়ে হতাশ হয়ে অবশেষে রাস্তায় ফুটপাথে ফল বেচে সংসার চালাতে হচ্ছে রাইসাকে। তাঁর পরিবারের ফলের ব্যবসা। এরই মধ্যে বেলজিয়ামে রিসার্চ করতে যাওয়ার সুযোগ এসেছিল তাঁর কাছে, আই, আই, এস, ই আর কলকাতা সি, এস, আই, আর ফেলোশিপে রিসার্চ করছিলেন, কিন্তু তাঁর কাছে অফার এলেও সেই নথিতে অধ্যাপক সই করেননি, ফলে সুযোগ হাতছাড়া হয় তাঁর। এরপর তিনি হতাশ হয়ে কলকাতা থেকে চলে আসেন ইন্দোরে।

রাইসা মেটেরিয়াল সায়েন্সে ডক্টরেট, বিজ্ঞানী হ’তে চান, বেলজিয়ামের রিসার্চ করতে যাওয়ার আমন্ত্রণপত্র তাঁর হাতে থাকা সত্বেও তাঁকে পেট চালানোর জন্য ফুটপাতে বসে ফল বেচতে হচ্ছে, আবার সেখানে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছে । পুরকর্মীদের জঘন্য ব্যবহার । তাঁর অভিযোগ বারবার পুর কর্মীদের নির্দেশ মানতে গিয়ে জায়গা বদল করতে করতে তিনি ক্লান্ত । তিনি নিজের ধর্মকে দোষ দিয়ে বলেছেন যে তিনি সংখ্যা লঘু সম্প্রদায় বলেই তাঁর সাথে এই দ্বিচারিতা, বৈষম্য করা হচ্ছে বলে তাঁর ধারনা ।

রাইসার একটাই দাবি এভাবে লকডাউনের ফলে সাধারণ মানষের খুব সমস্যা, রুটি রোজগার না হওয়ায় অর্থকষ্টে ভুগতে হচ্ছে, সাধারণ মানুষের কথা চিন্তা করে লকডাউন তুলে নিলে নেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।