মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিউজ: ৯ইমে:– রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে ” সৃজনসেনা ” ” শিলিগুড়ি গণতান্ত্রিক লেখক শিল্পী সমিতি ” ” গ্রেটার হোটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ” এর উদ্যোগে এবং ” মানবিক প্রয়াস ” এর ব্যবস্থাপনায় ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব ধনতলা – স্যাটেলাইট টাউনশিপ এলাকায় ” ইয়ংবেঙ্গল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ” মাঠে দরিদ্র – নিরন্ন মানুষদেরকে পুষ্টিকর মধ্যাহ্নভোজ করানোর কর্মসূচি পালিত হয় , এই কর্মসূচিকে উৎসাহিত করতে ” ভারতের ছাত্র ফেডারেশন ” এর প্রাক্তনী বর্গ বিশেষভাবে উৎসাহিত করেছেন।
সংগঠন সমূহের কর্তাব্যক্তিরা ছাড়াও শিলিগুড়ি নাগরিক সমাজের বিভিন্ন বিশিষ্ট মানুষেরা এখানে উপস্থিত ছিলেন সরকারি নির্দেশিকা মেনে এবং সামাজিক দূরত্ব অবলম্বন করে মধ্যাহ্নভোজ করানোর পাশাপাশি মাক্স বিতরণ করা হয় এবং মানুষকে সচেতনা মূলক পরামর্শ দেওয়া হয়। মানুষেরা এখানে উপস্থিত ছিলেন সরকারি নির্দেশিকা মেনে এবং সামাজিক দূরত্ব অবলম্বন করে মধ্যাহ্নভোজ করানোর পাশাপাশি মাক্স বিতরণ করা হয় এবং মানুষকে সচেতনা মূলক পরামর্শ দেওয়া হয়।