রাজ্য

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৭ ই জুলাই, ২০২১ – ৭ আগস্ট : অজয়-ভাগীরথীর জলে প্লাবিত ঘর-বাড়ি, তাই ত্রাণ শিবির হিসাবে কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন কাটোয়ার ৯ ও ১০ নং ওয়ার্ড এলাকার মানুষজন। তাঁদের খবরাখবর নিচ্ছেন সর্বদা সি পি আই ( এম) পার্টি কর্মীরা।

সকলের জন্য করোনা ভ‍্যাক্সিন, সকলের রেশনকার্ড, সকল লোকাল ট্রেন চালুর দাবিতে আগামী ১১ আগষ্ট মহকুমা শাসক দপ্তরে অবস্থান ডেপুটেশন কর্মসূচী পালিত হবে। সেখানে সকলকে আহ্বান জানিয়ে, পানুহাট, মন্ডল হাট এলাকায় বাড়ি বাড়ি যুবকর্মীরা প্রচার কার্য চালাচ্ছেন।

আগামী সোমবার, ৯ আগষ্ট “দেশ বাঁচাও কর্মসূচি” আছে।সেদিন কাটোয়া স্টেশন চৌরাস্তায় অবস্থান ও মানববন্ধন করা হবে। সবাইকে তাতে যোগদানের আমন্ত্রণ জানাতে,বামপন্থী শ্রমিক সংগঠন এর পক্ষে আজ বিকেলে কাটোয়া শহরের বিভিন্ন প্রান্তে পথসভা হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।