জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৮ অক্টোবর, ২০২১ – পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানায় মন্তেশ্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় ওসির কাছে। মন্তেশ্বর এর পূর্ণা গ্রামের আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হয়েছে ৩ অক্টোবর রাত্রে, আশংকাজনক অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা বর্ধমান হসপিটালে ভর্তি করেন। ঐ আদিবাসী মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে দুষ্কৃতীদের শাস্তির দাবি করে ওসির কাছে ডেপুটেশন দেওয়া হলো। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভানেত্রী অঞ্জু কর, জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জি এবং জেলা কমিটির সদস্য আলেয়া বেগম, পূর্ণিমা সামন্ত, মালা ভট্টাচার্য্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

আগামী ৩১ তারিখে কাইতিতে রায়না ২ এরিয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।সেই উপলক্ষে আজ কাইতির পীরতলাতে অভ্যর্থনা সমিতি গঠনের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন অশোক সাঁতরা, আলোচনা করেন এরিয়া কমিটির সম্পাদক মির্জা আক্তার আলি, মুন্সী আব্দুল হান্নান। ১৪০ জনের অভ্যর্থনা সমিতির কমিটি গঠিত হলো।

মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত মেমারি দক্ষিণ ২ শাখা দীর্ঘদিনের পার্টির সদস্য নিলু সাঁতরা আজ বেলা আড়াইটে নাগাদ অল্প অসুস্থতার মধ্যেই মেমারি হাসপাতলে প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬৪ বছর।

অত্যন্ত গরিব পরিবারের জন্ম। গত এক বছরের মধ্যে সাপের কামড়ে নিজের ভাইকে হারিয়েছেন, মাসখানেক আগে নিজের মাকে হারিয়েছেন।এলাকা এবং মেমারি শহরে পার্টির সমস্ত কর্মসূচিতে শেষ দিন পর্যন্ত অংশগ্রহণ করতেন। নিলু সাঁতরার জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন পার্টির জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।