রাজ্য

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৯ আগষ্ট, ২০২১ – সিপিআই(এম) অবিভক্ত বর্ধমান জেলা কমিটির প্রাক্তন সদস্য ও দক্ষিণ দামোদর এলাকায় কৃষক আন্দোলনের অন্যতম নেতা জগদ্বন্ধু হাজরার স্মরণসভা অনুষ্ঠিত হলো তাঁর নিজের গ্রাম চাগ্রামে। বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, রাজ্য কৃষক সভার সম্পাদক অমল হালদার, রাজ্য কমিটির সদস্য সৈয়দ হোসেন এবং বীরেশ মন্ডল। সভা পরিচালনা করেন বর্ষীয়ান নেত্রী অরাতি সুদন পাঁজা। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী, তাপস সরকার, অরিন্দম কোনার সহ অন্যান্য নেতৃত্ব।

আজ সারা ভারত কৃষক সভার গুসকরা ব্লক কমিটি এলাকার উক্ত অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আলোক কুমার মন্ডল ও আদিত্য মন্ডল। ১৩ জন কে নিয়ে কমিটি গঠিত হয়। সম্পাদক নির্বাচিত হয় বুদ্ধদেব ঘোষ। সভাপতি নির্বাচিত হয় তপন ঘোষ। কোসাধক্ষ নির্বাচিত হয় উদয় মন্ডল।

আজ আউসগ্ৰাম- ১ শাখা সদস্য প্রয়াত দীনেশ কিস্কুর স্মরণ সভা শোকাডাঙ্গায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বপন কোঁয়ার। সভায় স্মৃতি চরনা করেন মঙ্গলা মাড্ডী, সুশান্ত ঘোষ, সুরেন হেমরম।

শুরু হলো “দুয়ারে পাঠশালা” সুলতানপুর রায় পাড়া মেমারি পৌরসভা এলাকায়। মেমারি-১ পশ্চিম।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।