চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২০ আগষ্ট, ২০২১ – আজ কাটোয়া বিজ্ঞান কেন্দ্রে নরেন্দ্র দাভেলকার স্মরণে বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়।
গুসকরা পূর্ব ব্লক কমিটি এলাকার দিগনগর ১ নং অঞ্চল কৃষক সভার সম্মেলন অনুষ্ঠিত হয় আনন্দবাজার আদিবাসী পাড়ায়। এখানে উপস্থিত ছিলেন ব্লক কৃষক সভার সম্পাদক রবিন টুডু। পতাকা উত্তোলনের মাধ্যমে সহিদ বেদিতে মালা দিয়ে নীরবতা পালন করে সম্মেলন এর কাজ শুরু হয়। ১৯জনকে নিয়ে সাংগঠনিক কমিটি করা হয়। ২জন মহিলা ১৭জন পুরুষ। সম্পাদক নির্বাচিত হন দেবজ্যোতি চ্যাটার্জী।সভাপতি নির্বাচিত হন সুশীল চ্যাটার্জী।
২৪ আগষ্ট, মঙ্গলবার কাটোয়া রেশন দপ্তরে গণডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করার আবেদন জানিয়ে কাটোয়া শহরের কুলিবস্তিতে বাড়ি বাড়ি ঘুরছেন সি পি আই (এম) কর্মীরা।