জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৩০ আগষ্ট, ২০২১৷ – আজ কেতুগ্রাম ১ নম্বর ব্লকের বেরুগ্রাম অঞ্চলের কৃষকসভার সম্মেলন হলো।

অবিলম্বে কাটোয়া- বর্ধমান লাইন সহ সমস্ত লাইনে প্যাসেনজার ট্রেন চালু করতে হবে, রেল হকারদের‌‌‌ উপর রেল পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে, রেল হকারদের‌‌‌ লাইসেন্স দিতে হবে, গরিব রেল হকারদের‌‌‌ থেকে হকারি ব্যবসা কেড়ে নিয়ে মুষ্টিমেয় কিছু পূঁজিপতিদের হাতে তুলে দেওয়া চলবে না, রেলসহ সরকারি সম্পত্তি বিক্রি করা চলবে না। এই দাবিতে কাটোয়া রেল স্টেশনে পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার ইউনিয়ন,কাটোয়া শাখার উদ্যোগে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।রেল হকারদের দাবিগুলোর বিষয়ে উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দিয়েছেন কাটোয়া স্টেশন ম্যানেজার। রেল হকারদের‌‌‌ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক সঞ্জিত ব্যানার্জী, সি আই টি ইউ পূর্ব বর্ধমান জেলা সভাপতি অঞ্জন চট্টোপাধ্যায় ও সুজিত রায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।