চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৭ নভেম্বর ২০২১ – ভারতের ছাত্রফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও পঠন পাঠন সুনিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে কালনা এস ডি ও রকাছে মিছিল করে ডেপুটেশন দেওয়া হল।
এদিনের দাবিগুলি :
১) স্কুল কলেজ খোলার আগে এই মহুকুমার অন্তর্গত সমস্ত স্কুল-কলেজের শ্রেণীকক্ষগুলিকে স্যানিটাইজেশনের ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের শারিরীক উপস্থিতিতে পঠন-পাঠনের জন্য সেগুলির স্বাস্থ্যসম্মত ও সুরক্ষিত থাকা নিশ্চিত করতে হবে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২) সমস্ত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত রাখতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা মহকুমা প্রশাসনকে করতে হবে। ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে বসাতে হবে।
৩) সমস্ত ছাত্র-ছাত্রীদের টিকাকরণের ডবল ডোজ সুনিশ্চিত করতে হবে।
৪) লকডাউন ও করোনা মহামারীর এই মধ্যবর্তী সময়ে পড়াশোনা থেকে ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ফেরাতে হবে।
৫) ছাত্র-ছাত্রীদের এক শিক্ষাবর্ষে যাবতীয় ফি মকুব করতে হবে।
৬) প্যান্ডেমিকপরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে ছাত্রছাত্রীদের মত শুনতে হবে সরকারকে।
অনুখাল অঞ্চলের ঝকরপাড়া গ্রামের অন্তর্ভুক্ত রাজপাড়ায় রেড ভলেন্টিয়ার্স কালনা ২ এর পক্ষ থেকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা ভ্যাকসিনের অ্যাপ্লিকেশন করা হল । আগামীকাল মোট ১২ জন গ্রামবাসী কালনা হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহণ করবেন ।
রেড ভলেন্টিয়ার্স এর পক্ষে সুরজিৎ বাগ এবং গণআন্দোলনের পক্ষে অশোক মালিক এবং তাপস মালিক এর নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়। আগামীকাল আনুমানিক আরও ৩০ জন গ্রামবাসীর ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করা হবে ।
জামালপুর ১ এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় জামালপুর পুলমাথায়।
নিম্নলিখিত দাবির ভিত্তিতে……
১-“পেট্রল-ডিজেল- রান্নার গ্যাস,ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য দায়ী কেন্দ্রের বি.জে.পি -সরকারের নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও।”
২-রাজ্য ও কেন্দ্র সরকার কে পেট্রোপন্যের উপর শুল্ক কমাতে হবে।
৩- অবিলম্বে সব মানুষ কে করোনা ভ্যাকসিন দিতে হবে।
৪-দেশের সম্পত্তি বিক্রি করার কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হতে হবে।
৫-“সর্বনাশা -কৃষি আইন -শ্রম আইন ” অবিলম্বে বাতিল করতে হবে।
৬-বিদ্যুৎ বেসরকারী করন করে জনগণের ওপর বাড়তি বোঝা চাপানো চলবে না।
৭-গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার সংগ্রামে সব মানুষ এক হতে হবে।
৮-আয়কর দেয়না এমন সব পরিবার কে মাসে ৭৫০০টাকা করে দিতে হবে।
আজকের পথসভায় বক্তব্য রাখেন নারান ঘোষ ও ভারতী ঘোষাল।
পেট্রোল,ডিজেল, কেরোসিন সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বিরুদ্ধে সিপিআই(এম) বর্ধমান সদর-২ এরিয়া কমিটির আউসা গ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তা ছিলেন পার্টি রাজ্য কমিটির সদস্য ও যুবনেত্রী মিনাক্ষি মুখার্জী।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি,বর্ধমান সদর ১ আঞ্চলিক কমিটির কৃষ্ণপুর গ্রামে মহিলা সমিতির ৩৫০ সদস্য পদ গ্রহন অভিযান হলো। উপস্থিত ছিলেন অপর্ণা সাহা, মিনতি রায়, টুকু ঘোষ।