জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর ;


চিন্তন নিউজ ;১৯শে সেপ্টেম্বর ; সংবাদদাতা সোনালী দত্ত দাঁ ; ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপি জোট নৃশংস বর্বর ছোট্ট রাজ্যটির বুকে আজ নেমে এসেছে ঘোর অমানিসা।ত্রিপুরাবাসী এই মুহূর্তে চরম অনিশ্চিয়তা ও সংকটে নিমজ্জিত।অমানবিক বর্বর আক্রমণ নেমে এসেছে ঐ রাজ্যের সি পি আই এম পার্টীনেতা,কর্মী,সমর্থকদের উপর।আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে আমাদের রাজ্যের সি পি আই এম পার্টীর কমরেডরাও আজ রাস্তায়।

আজ কালনা শহরের চকবাজার অঞ্চলে কালনা শহর সিপিআইএম এরিয়া কমিটির ডাকে ত্রিপুরার জন্য অর্থসংগ্রহ হয়।একইসঙ্গে চলে ২৭শে সেপ্টেম্বর কৃষকসভার ডাকা বন্ধের সমর্থনে পথসভা।বক্তব্য রাখেন কালনা শহর এরিয়া কমিটির সদস্য সুশান্ত দে সহ অন্যান্য নেতৃত্ব।

বর্ধমান শহর -২ এরিয়া কমিটির উদ্যোগে অর্থসংগ্রহ ও লিফলেট বিলি করা হয়। সিপিআইএম মঙ্গলকোট এরিয়া কমিটির উদ্যোগে কৈচর হাটে ত্রিপুরার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থসংগ্রহ করা হয়। চরম প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে এস এফ আই পূর্বস্থলী লোকাল কমিটির সাংগঠনিক কনভেনশন সফল হল।পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কনভেনশনের সূচনা করেন সংগঠনের লোকাল কমিটির সভাপতি নয়ন দাস।উপস্থিত ছিলেন এস এফ আই পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দিব্যেন্দু নন্দী সহ অন্যান্যরা।

আজ এস এফ আই পূর্ব বর্ধমান জেলা কমিটির সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন ছাত্র -যুব নেত্রী দিপ্সীতা ধর।সংগঠনের বিভিন্ন এরিয়া কমিটির প্রতিনিধিরা তাদের এলাকার সাংগঠনিক রিপোর্ট
পেশ করেন।

সারা ভারত কৃষকসভা জামালপুর ২নং ব্লক কমিটির সম্মেলন আজ সফলভাবে অনুষ্ঠিত হল মশাগ্রাম বাজারে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।